জেলে অসুস্থ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু, বাড়ছে উদ্বেগ
Sannyasi Chinmaykrishna Prabhu fell sick in jail

Truth Of Bengal: আগামী ২ জানুয়ারি আদালতে জামিন মামলার শুনানি। তার আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। জেলে ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না তিনি, এই অভিযোগে সোচ্চার বিভিন্ন হিন্দু সংগঠন।চিন্ময়প্রভুর সুগার ও প্রেসার কমে গিয়েছে। জামিন মামলার শুনানির আগে তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ইসকনের তরফে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর লাগাতার আক্রমণের মুখে পড়ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। দিকে দিকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। সেই প্রতিবাদের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু। দেশদ্রোহের মামলায় দেড় মাস ধরে জেলে তিনি। তাঁর পক্ষে আইনজীবীরা লড়াই করার কথা বললে, তাঁদের হুমকি দেওয়া হয়। এমনকী, হামলাও চালানো হয় তাঁদের ওপর। তবে, মনোবল ভাঙেনি আইনজীবী রবীন্দ্র ঘোষের। আগামী ২ জানুয়ারি সন্ন্যাসীর হয়ে মামলা লড়বেন তিনি।
কিন্তু, জামিন মামলার আগে চিন্ময়প্রভু অসুস্থ হয়ে পড়ায় চিন্তা বাড়ছে। অভিযোগ উঠছে, জেলে সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তিনি। বিভিন্ন মন্দিরগুলিতে তাঁর সুস্থতা কামনা করে পুজোপাঠের আয়োজন করা হচ্ছে। প্রার্থনা করা হচ্ছে, যাতে পরবর্তী শুনানিতে তিনি জামিন পান।