জেলেনস্কির শহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ৯ শিশু সহ হত ১৮
Russian missile attack on Zelensky's hometown, 9 children among 18 killed

Truth of Bengal: ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার একটি মারণাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। শুক্রবার শহরের একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
হামলাটি হয় একটি শিশুদের খেলার মাঠের খুব কাছাকাছি। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “এই হামলাগুলো ইচ্ছাকৃত। রাশিয়ানরা ভালো করেই জানে কোথায় আঘাত করছে। প্রতিবারের মতোই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ওদের কাছে কূটনীতি মানেই শূন্য কথা।”
Rescue operations are currently underway in Kryvyi Rih following a Russian missile strike. As of now, 16 people are confirmed dead, including six children. In Kharkiv, rescue efforts continued all day after a targeted Russian drone strike. A deliberate attack by six “Shahed”… pic.twitter.com/7TbgHQYfEI
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 4, 2025
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, হামলায় অন্তত পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানান, অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন।
ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরগেই লিসাক বলেন, “এই হামলায় প্রাণ হারিয়েছে ১৮ জন। তাদের মধ্যে ৯ জন শিশু। এমন কষ্ট শত্রুকেও কামনা করা যায় না।” তিনি জানান, আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করেছিল যেখানে ইউক্রেনীয় কমান্ডার এবং পশ্চিমা প্রশিক্ষকেরা বৈঠক করছিলেন। তারা এটিকে “নির্ভুল লক্ষ্যভিত্তিক বিস্ফোরক ক্ষেপণাস্ত্র হামলা” বলে দাবি করেছে।
তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, “রাশিয়া কোনোভাবেই যুদ্ধবিরতি চায় না। তাদের এই কর্মকাণ্ড প্রমাণ করে, শান্তি আলোচনার প্রতি তাদের কোনো সম্মান নেই।”
জেলেনস্কি আরও বলেন, “যদি রাশিয়া সত্যিই যুদ্ধ বন্ধ করতে চাইত, তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব হতো। কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করেছেন। কূটনীতি রাশিয়ার কাছে শুধু একটি ফাঁকা শব্দ।”
উল্লেখ্য, মার্চ মাসে রাশিয়া একটি যৌথ মার্কিন-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এরপর থেকে রাশিয়া দাবি করে আসছে, কৃষ্ণ সাগর অঞ্চলে শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।