ভারতের বাজারে আসতে চলেছে রাশিয়ার তৈরি ক্যান্সার টিকা
Russian-made cancer vaccine set to hit Indian market

Truth Of Bengal : এবার ক্যান্সার রোগীদের জন্য সুখবর । সেপ্টেম্বর থেকেই বাজারে আসতে চলেছে রাশিয়াতে তৈরি হবা ক্যান্সার টিকা। এই টিকা তৈরি করেছে রাশিয়ার কামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। বিশ্বের নামিদামি চিকিৎসা গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ তৈরি করেছিল। সোমবার এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি বছর সেপ্টেম্বর মাস থেকে বাজারে আসতে চলেছে ক্যান্সারের টিকা, যা তৈরি হয়েছে রাশিয়ায়।
করোনা মহামারীর মোকাবিলায় বিশ্বের প্রায় ৫৫ টির বেশি দেশে এই ইনস্টিটিউট থেকে তৈরি হওয়া টিকা ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই এই সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই টিকা ব্যবহারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাওয়া হয়েছে, আগামী অগাস্ট মাসের মধ্যে সেই অনুমোদন দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আসলে এই ইন্স্যটিটিউট থেকে তৈরি হওয়া ক্যান্সারের টিকা বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা । যারা ক্যান্সার রোগে আক্রান্ত বা যাদের সদ্য ধরা পড়েছে ক্যান্সার তাদেরকে এই টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই টিকা মানব দেহে দেওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে তা কার্যকারিতা শুরু করে দেবে। এই টিকা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কে আরও সুদৃঢ় করবে। এই টিকা প্রথমে শরীরে প্রবেশ করে ক্ষতিকারক ক্যান্সার গুলিকে খুঁজে বের করে সেইগুলিকে ধ্বংস করবে।