ভারতে আসছেন পুতিন, যুদ্ধ পরিস্থিতিতে পাশে চান মোদীকে?
russia president vladimir putin to visit india soon

Truth Of Bengal: ভারত সফরে আসছেন পুতিন। চলতি বছরেই দুবার রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুনে লোকসভা নির্বাচনের ফলাফলের পর জুলাই মাসে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন মোদী। কাজের ফাঁকে বৈঠকে বসেন দুই নেতা। উঠেছিল ইউক্রেন প্রসঙ্গও। এরপর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো দিয়েছিলেন তিনি। আর এবার ভারত সফরে আসছেন সে দেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তবে, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ঘোষণা করা হবে পুতিনের ভারত সফেরর কর্মসূচি। আবারও বৈঠকে বসবেন দুই বিশ্বনেতা। দুদেশের সফর আরও মজবুত হবে এই সফরে। তবে, কি কি বিষয় উঠতে পারে আলোচনায়, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন অতিক্রান্ত। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে পারেন পুতিন। কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, এই যুদ্ধ পরিস্থিতিতে মোদীকে নিজের পাশে চাইছেন পুতিন।
আমেরিকা সহ অন্যান্য ন্যাটো দেশগুলি রাশিয়াকে একঘর করার চেষ্টা চালাচ্ছে। তবে, ইউক্রেন যুদ্ধের আবহে আরও কাছে এসেছে ভারত- রাশিয়া। আমেরিকার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখলেও পুরনো বন্ধু রাশিয়াকে কোনওভাবেই চটাতে চায় না ভারত। এই আবহে পুতিনের ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।