মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেরাক প্রদেশে অস্থায়ী বন্দিশিবিরে রোহিঙ্গাদের দাঙ্গা ঘিরে উত্তেজনা, পলাতক শতাধিক রোহিঙ্গা
Rohingya riots erupt in makeshift detention camps in Malaysia's northern Perak state

The Truth Of Bengal : মালয়েশিয়ার একটি বন্দিশিবির থেকে শতাধিক রোহিঙ্গা শরণার্থী পালিয়েছে। সেখানে একটি দাঙ্গা ছড়িয়ে পড়ার পর এই ঘটনা ঘটে। তবে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ির ধাক্কায় একজন মারা গেছেন। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশপ্রধান মোহাম্মদ নাইম আসনাউই জানিয়েছেন, বাইদরের ওই বন্দিশিবিরে দাঙ্গায় জড়ান ১১৫ রোহিঙ্গাসহ আরও ১৫ জন। তাঁদের সবাই পুরুষ। এরপর তাঁরা বন্দিশিবির থেকে পালিয়ে যান। পালানোর পর রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশের ওই আধিকারিক আরও জানিয়েছেন, কী কারণে বন্দিশিবিরে দাঙ্গার সূত্রপাত হলো, তা জানতে তদন্ত করা হচ্ছে। পালিয়ে যাওয়া সবাইকে পুনরায় আটকের চেষ্টা করছে পুলিশসহ অন্যান্য বাহিনী।
মায়ানমারে ব্যাপক নিপীড়নের মুখে পড়ে নিজদেশ ত্যাগ করে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নিপীড়িত রোহিঙ্গাদের অনেকেই ঝুঁকি নিয়ে দীর্ঘ সাগরপথ পাড়ি দিয়ে মালয়েশিয়াতেও পালিয়ে যান। এসব রোহিঙ্গাকে আটকের পর প্রায়ই বন্দিশিবিরে পাঠায় দেশটির নিরাপত্তা বাহিনী। বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, এসব শিবিরে গাদাগাদি করে বন্দীদের রাখা হয়। সেখানকার পরিবেশও নোংরা ও অস্বাস্থ্যকর। মালয়েশিয়া সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে এক লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। দেশটিতে তাঁরা নির্মাণকাজসহ বিভিন্ন নিম্ন মজুরির পেশায় সঙ্গে যুক্ত।
FREE ACCESS