অক্সফোর্ডে রামবাম ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত! বাম ছাত্র সংগঠনের সঙ্গে এবার বিজেপি সমর্থক
Rambam conspiracy allegations in Oxford proven! BJP supporters join leftist student organization

Truth Of Bengal: বিদেশের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রীর অক্সোডে বক্তৃতা চলাকালীন সভা বানসাল এবং বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়। এই ঘটনায় গোটা বাংলায় সমালোচনাও শুরু হয়। সেই দিনের গোটা ঘটনায় বিক্ষোভের দায় স্বীকার করে নেয় SFI UK শাখা। তবে আজ রবিবার এক বিক্ষোভকারীর পরিচয় প্রকাশ্যে আসে। জানা যায় সেদিনের ঘটনায় শুধু এসএফআই ছিলেন না ছিলেন বিজেপি সমর্থক সুশীল ডোকওয়াল এক্কা।
ভাষণ শুরু হবার সময় অক্সফোর্ডে উপস্থিত ছিলেন সুশীল। বক্তৃতা শুরুর সময় তোলেন সেলফিও। জানা যায় তিনি ব্রেন্টের ওয়েম্বলিতে বসবাসকারী ব্রিটনির এক সংস্থা চার্টার্ড একাউন্ট প্রদীপ কর্মরত। বক্তৃতা চলার সময় যে বিশৃঙ্খলা তিনি তৈরি করেছিলেন সেই ছবি তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নিজেই সেই ঘটনার ছবি পোস্ট করে।
মুখ্যমন্ত্রীর ভাষণের সময় যে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল কোনভাবে মেনে নেয়নি প্রেক্ষাগৃহে সমবেত জনতা। ঘটনার সময় বিক্ষোভকারী ছাত্রদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় বলেও জানা যায়। তবে সুশীল কট্টর বিজেপি সমর্থক বলে জানা যায়। বিলেতের মাটিতে রাম বাম ষড়যন্ত্র এতদিন ধরে তোলা অভিযোগ গুলি আবারও একবার পরিষ্কার হয়ে গেল।