আফগানিস্তানে বৃষ্টিতে বিপর্যয়,বন্যার কবলে হাজার হাজার বাড়িঘর
Rain disaster in Afghanistan, thousands of houses under flood

The Truth Of Bengal: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চল । বৃষ্টির ফলে ব্যাহত হয়েছে জনজীবন। প্রবল বৃষ্টির ফলে সেখানে অন্ততপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে । ৩৫০ জন আহত। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন। জলমগ্ন রাস্তাঘাট এমনকি জল ঢুকেছে মানুষের ঘরবাড়িতেও। মিলছে না অত্যাবশ্যকীয় দ্রব্যাদি।
সোমবার বৃষ্টি এবং বজ্রপাতের কারণে একটি বাড়ির ছাদ ও ধ্বসে পড়ার খবর পাওয়া গিয়েছে। যার ফলে মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত চারজন। বহুবিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । বহু বাড়ি ভাঙার খবরও মিলেছে। ঝোরো হাওয়া , সঙ্গে বৃষ্টি । যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা। এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির আফগানিস্তানের পরিচালক সালমা বেন আয়েশা বলেছেন, তার দল মূল্যায়ন পরিচালনা করছে এবং জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছে ।
তিনি আফগানিস্তানের এই বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।ইতিমধ্যে একটি বাসের দুর্ঘটনার খবর ও মিলেছে ।বাস উল্টে ১৭ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে ৩৪ জন আহত হয়েছেন । এই দুর্ঘটনার কারণ এখনই জানা যায়নি। তবে বৃষ্টির জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান ।