ট্রাম্প মসনদে বসতেই বর্ণবিদ্বেষমূলক মেসেজ কৃষ্ণাঙ্গদের! জোরাল হচ্ছে প্রতিবাদ
Racist messages to black people as Trump takes office! Protests intensify

Truth Of Bengal: আবারও মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারি মাসে দেশের ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করবেন ট্রাম্প। এদিকে, আমেরিকায় নির্বাচন শেষ হতেই নিজেদের ফোনে বর্ণবিদ্বেষমূলক মেসেজ পাচ্ছেন কৃষ্ণাঙ্গরা। আমেরিকার কৃষ্ণাঙ্গ মহিলা, পুরুষ থেকে শুরু করে পড়ুয়াদের কাছে পর্যন্ত এই ধরনের মেসেজ পাঠানো হয়েছে বলে অভিযোগ।
ক্যালিফর্নিয়া, ওহায়ো, পেনসিলভেনিয়া সহ বিভিন্ন জায়গায় এই অভিযোগ সামনে আসছে। তাঁদের হেয় করাই লক্ষ, এমনটাই মনে করছেন কৃষ্ণাঙ্গ আমেরিকানরা। হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাসত্বপ্রথা ফিরিয়ে আনারও। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কৃষ্ণাঙ্গরা। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এই ঘটনার অনুসন্ধান শুরু করেছে এফবিআই সহ অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি। তবে, কৃষ্ণাঙ্গদের ফোনে কে বা কারা এমন মেসেজ পাঠাচেছে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, কোনও কোনও মেসেজে একটা ঠিকানা পাঠিয়ে চাষ করতে যাওয়ার কথা বলা হয়েছে। কোথাও আবার সংশ্লিষ্ট ব্যক্তির যা কিছু আছে, সবকিছু নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণাঙ্গদের চাষ করানোর সঙ্গে দাসত্বের যোগ রয়েছে আমেরিকার ইতিহাসে। ফলে, এই বর্ণবিদ্বেষী মেসেজগুলো সেই দাসত্বপ্রথা ফিরিয়ে আনার হুঁশিয়ারি হিসেবেই দেখছেন কৃষ্ণাঙ্গরা। তবে, এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই রিপাবলিকানদের, এমনটাই দাবি করেছে ট্রাম্প শিবির।