আন্তর্জাতিক

৩০ দিনের ‘যুদ্ধবিরতিতে’ সায় পুতিনের, বিবৃতি হোয়াইট হউসের

Putin supports 30-day 'ceasefire', White House statement

Truth Of Bengal: সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপাতত ৩০ দিনের জন্য কোনও ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলিতে কোনও রকম আক্রমণ চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দীর্ঘ ফোনালাপের পর বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে হোয়াইট হউস। সেই সঙ্গে ট্রাম্পের সাথে সম্মত হয়ে পুতিন জানান, এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়ে দ্রুত শান্তি ফিরে আসুক।

তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাময়িক বিরতির সম্ভবনা উস্কে দিল ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের আলোচনা। কিছু দিন আগে সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি ৩০ দিনের যু্দ্ধবিরতিতে রাজি হন। এই পরিস্থিতিতে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না তা একান্তই নির্ভর করছিলো পুতিনের সিদ্ধান্তের উপরে।

মঙ্গলবার দীর্ঘ প্রায় দু’ঘণ্টার ফোনালাপে ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলিতে আক্রমণ না করার সিদ্ধান্ত নেয় পুতিন। এই পদক্ষেপের ফলে পুরোপুরি যুদ্ধ বন্ধ না হলেও সাময়িক শস্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে হোয়াইট হউসের তরফে জানানো হয়, যুদ্ধের ফলে রাশিয়া ও ইউক্রেনের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে সম্পত্তিরও। তাই দু’দেশেরই উচিত মানবকল্যাণে মনোনিবেশ করা। যদিও পূর্ণ যুদ্ধ যু্দ্ধবিরতিতে সায় দেয়নি রাশিয়া।

Related Articles