লন্ডনের বিগ বেনের সামন হাতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদীরা, কী দাবি জানেন?
Protesters holding placards and summoning Big Ben in London, do you know what their demands are?

Truth Of Bengal: মিছিল নগরী হিসাবে পরিচিত কলকাতা। আন্দোলনের শহর কলকাতা। প্রতিবাদের সফর কলকাতা। তবে শুধু কলকাতা নয়, বিশ্বের অন্যান্য মেগাসিটিতেও এই প্রতিবাদের ছবিটা ধরা পড়ে বিভিন্ন সময়ে। থাকে নানান দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। কলকাতা থেকে প্রায় ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত লন্ডন শহর। ব্রিটেনের রাজধানী।

লন্ডনের বিগ বেনের সামন হাতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদীরা, কী দাবি জানেন? pic.twitter.com/PFVAWwo383
— TOB DIGITAL (@DigitalTob) March 24, 2025
এক সময় এই শহর থেকেই কলকাতা বা ভারত পরিচালনা করত ব্রিটেন। সেই ব্রিটেনে সোমবার ধরা পড়ল এক প্রতিবাদের ছবি। কলকাতার চেনা ছবি ব্রিটেনের রাজপথেও। আন্দোলনের ছবি। প্রতিবাদীরা হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে।

তবে দাবি তাদের দেশের বিষয় নিয়ে। বিগ বেনের সামনে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ। আন্দোলনকারীদের হাতে আকাশি-হলুদ রঙের পতাকা। হাতে প্লাকার্ড। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি।