পোপ ফ্রান্সিস সঙ্কট জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
Pope Francis is hospitalized in critical condition

Truth Of Bengal : বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভ্যাটিকান। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।
গত শুক্রবার ৮৮ বছর বয়সি পোপকে ইতালির রোমে জেমেল্লি হাসপাতালে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়। সোমবার ভ্যাটিকান জানিয়েছে, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তাঁর চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরও জানিয়েছে, স্থিতিশীল অবস্থায় পোপের নির্ধারিত চিকিৎসা চলছে আর তাঁর শরীরে জ্বর নেই। সোমবার হাসপাতালে তিনি কিছু কাজ এবং পড়াশোনা করেছেন।
এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, ভালবাসা ও স্নেহ জানিয়ে পোপকে অসংখ্য বার্তা পাঠিয়েছেন অনেক মানুষ। এসব বার্তা পেয়ে তিনি আপ্লুত। ওই হাসপাতালে ভর্তি থাকা মানুষেরা আঁকা ছবি ও শুভকামনা বার্তার মাধ্যমে পোপের প্রতি ভালোবাসা জানিয়েছেন। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানাতে চান। তিনি তাঁদের জন্য প্রার্থনা করছেন এবং অনুরোধ করেছেন, যাতে তাঁরাও পোপের জন্য প্রার্থনা করেন।
গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তাঁর তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সোমবার সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন।
পোপের অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত করা সব পরীক্ষা একটি জটিল শারীরিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। আর এ জন্য পোপকে পর্যাপ্ত সময় হাসপাতালে ভর্তি থাকতে হবে।’ ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল।