আন্তর্জাতিক

বাণিজ্যিক ভবনে ভেঙে পড়ল বিমান, মৃত ২

Plane crashes into commercial building, 2 dead

Truth Of Bengal : একের পর এক দুর্ঘটনার মুখে পড়ছে আমেরিকা। বছরের শুরু থেকেই একাধিক মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে দেশ টিতে। বছরের প্রথম দিন আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে এক ট্রাক ভিড়ের মধ্যে ছুটে আসে সজোরে। ধাক্কা মেরে পিষে দেয় একাধিক মানুষকে। কেবল এখানেই থেমে থাকেনি গাড়িটি। এর পর গাত্রি থেকে গাড়ি চালক বারিয়ে একের পর এক গুলি ছুড়তে শুরু করে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছে আরও ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে নিউইয়র্কের এক পানশালায় চলে বন্দুকধারীর তাণ্ডব। সেই তাণ্ডবের জেরে আহতও হয়েছে প্রায় ১১ জন আহতও হয়েছে।  আর এই ঘটনার পর এবার বিমান ভেঙে পড়ল এক ব্যবসায়িক ভবনের উপর। এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৮ জন। সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় পুলিশ কর্মীরা।

পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর ২ বেজে ৯ মিনিটে অরেঞ্জ কাউন্টিং ফুলারটন শহরেঘটে এই বিমান দুর্ঘটনা। এই ভবনের উপর বিমান পড়ে যাওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এই ঘটনায় যারা আহতও হয়েছে তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে গেলেও বাকি ৮ জনকে প্রাথমিক সেবা সুশ্রুষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিভাবে ঘটে এই দুর্ঘটনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles