কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত
Patients infected with H5 bird flu in the province of British Columbia or across Canada

Truth of Bengal: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শনিবার প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। প্রদেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কিশোর বয়সি সন্দেহভাজন এই রোগীকে একটি শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন।
কানাডা সরকার বলেছে, প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনও এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া রোগী খুব সম্ভবত কোনও পশু বা পাখির মাধ্যমে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কি না, সেসব বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনও এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া রোগী খুব সম্ভবত কোনও পশু বা পাখির মাধ্যমে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কি না, সেসব বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একজন বনি হেনরি এক বিবৃতিতে বলেন, এটি একটি বিরল ঘটনা। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন। বনি হেনরি বলেন, আর এ কারণেই ব্রিটিশ কলাম্বিয়ায় এ রোগের সংক্রমণ উৎস উদঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।