আন্তর্জাতিক

গাড়ির মধ্যেই উদ্দাম যৌনতা, গিয়ার স্টিকে হাত পড়তেই ঘটলো বিপত্তি

Passionate sex in the car, the accident happened when the hand fell on the gear stick

Truth Of Bengal: ২০২০ রেঞ্জ রোভারের পেছনের সিটে যৌনমিলনে লিপ্ত হয়েছিলেন এক দম্পতি। কিন্তু এক পর্যায়ে এসে ঘটলো বিপত্তি। ভুলবশত গিয়ারে চাপ পড়ে যাওয়ায় গাড়িটি তলিয়ে যায় নদীতে।

বুধবার ভোরের ঘটনা। ভোর চারটে নাগাদ ফিলাডেলফিয়াতে ফেয়ারমাউন্ট পার্কের শুয়েলকিল নদীর পাশে ছিল গাড়িটি। বন্ধ গাড়ির ভেতরের পেছনের সিটেই ঘনিষ্ঠ হয়েছিল এক দম্পতি। কিন্তু গিয়ার স্টিকে ধাক্কা লাগে যার কারণে গাড়িটি নদীতে ডুবে যায়। তবে সূত্রের খবর, ভাগ্যক্রমে বেঁচে যান ওই দম্পতি।  গাড়িটি সম্পূর্ণ ডুবে যাওয়ার আগেই লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। তবে এই পরিস্থিতি দম্পতির জন্য খুব বিব্রতকর হয়ে ওঠে ।

ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। গাড়ির হেডলাইটগুলি দমকল বিভাগের উপস্থিত না হওয়া পর্যন্ত নদীর পুরো জলে একটি অদ্ভুত সবুজ আভা ছড়িয়ে দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই দম্পতি “ব্যস্ত” ছিল যার কারণে ঘটনাটি ঘটেছে। আউটলেটের রিপোর্ট অনুযায়ী, সকাল ৯টার দিকে (স্থানীয় সময়) কর্মকর্তারা রেঞ্জ রোভারটিকে নদী থেকে সরিয়ে নেন।

ফক্স ২৯-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহ আগে শুয়েলকিল নদীর ভিতরে আরেকটি গাড়ি চলে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, গাড়ির চারটি দরজা বন্ধ থাকলেও গাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ ঘটনার তদন্ত করছে।

Related Articles