ফের জোড়াল ভূমিকম্পে দুলে উঠল পাপুয়া নিউ গিনি
Papua New Guinea rocked by another strong earthquake

Truth Of Bengal : ফের ভয়াবহ ভূমিকম্প। এবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউ গিনির একটি দ্বীপ। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রথমবার জোড়াল ভূমিকম্পের পর ফের একবার আফটারশক হয়, যার মাত্রা ছিল ৫.৩। ইতিমধ্যেই ভূমিকম্পের জেরে ওই এলাকায় জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
শনিবার ভোরবেলা ভূমিকম্পে দুলে ওঠে পাপুয়া নিউ গিনি। ভোর ৬ টা ৪ মিনিটে অনুভূত হয় কম্পন। প্রথমে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির ব্রিটেন দ্বীপ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে ঢেউয়ের মাত্রা বেড়ে যায় সমুদ্রে। ভূমিকম্পের পরেই সমুদ্রের ধারে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে নিউ ব্রিটেন দ্বীপে ঢেউয়ের উচ্চতা হতে পারে ৩ থেকে ৯ ফুট। বেশ কিছু দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এমনকি পাপুয়া নিউ গিনির পার্শ্ববর্তী দ্বীপ হল সলোমন দীপপুঞ্জ, সেখানেও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
একবার নয়, পর পর দু বার কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। দুটি কম্পনের মধ্যে মাত্রা ছিল ৩০ মিনিটের। তবে পাপুয়া নিউ গিনির ভূমিকম্প এই প্রথম নয়, এই অংশের বেশিরভাগ দ্বীপে মাঝেমধ্যে হতে থাকে ভূমিকম্প। এই জোড়াল ভূমিকম্পের জেরে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি। কারণ এখানে জনবসতি সংখ্যায় খুব কম।