‘অপারেশন সিঁদুর’- সম্পর্কে বিতর্কিত মন্তব্য পাক প্রধানমন্ত্রীর
Pakistan Prime Minister's controversial remarks about 'Operation Sindoor'

Truth Of Bengal: কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। গত ২২ শে এপ্রিল পর্যটকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। মৃত্যু হয়েছে বহু পর্যটকদের। পহেলগাঁও এর হামলায় মোট ৪০ রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে পর্যটকদের হত্যা করা হয়েছে। পুলওয়ামায় ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পুলওয়ামার পর পহেলগাঁওর ঘটনা ভারতের সবচেয়ে বড় জঙ্গি হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘটনার পর থেকে একাধিক বৈঠক করেন। বৈঠক থেকে তারা বারংবার বলেছে, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের যোগ্য জবাব দেওয়া হবে। তারপর সময় মত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর কেঁপে যায় পাকিস্তান।
অপারেশন সিঁদুরে যে পাকিস্তান কেঁপে যায় তা স্বীকার করে নিয়েছে শাহবাজ শরিফ। তিনি জানান, ৭ মে রাতে সেনা প্রধান আসিম মুনি ফোন করে জানিয়েছেন সেনা ঘাঁটিতে হামলা করে করেছে। ইসলামাবাদের পাকিস্তানে একটি অনুষ্ঠানে শাহবাজ শরিফ বলেন, ভারতে অপারেশন সিঁদুর শুরু হওয়ার কিছুক্ষণ পর আসিফ মুনিকে অভিযানের কথা জানান তিনি।
শাহবাজ বলেন, “জেনারেল মুনি আমায় রাত আড়াইটের সময় ফোন করে এয়ার স্ট্রাইকের কথা জানান। বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে।একটা নুর খান এয়ারপোর্টে পড়েছে। আরও কয়েক জায়গায় হামলা হয়েছে। অত্যন্ত উদ্বেগের পরিস্থিতি ছিল। শাহবাজ শরিফের ভয়ের কথা শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, শাহবাদ শরিফ অপারেশন সিঁদুর দেখে ভয় পেয়েছে সেই রাতে।