মর্মান্তিক ভিডিও ভাইরাল : পাকিস্তানের সেনাবাহিনী নির্দয়ভাবে নির্যাতন করছে পাঞ্জাব পুলিশকে
Pakistan Army mercilessly tortures Punjab Police

The Truth Of Bengal : রক্ষকই ভক্ষক! যাদের হাতে দেশরক্ষার ভার তারাই নিরাপত্তার আরেক স্তম্ভ পুলিশকে বেধড়ক ভাবে পেটাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার সকালে ঈদের নমাজের পর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাক পাঞ্জাব প্রদেশের ভাওয়ালনগরে। ভাইরাল হওয়া ভিডিওতে পাক সেনাবাহিনীর একদল জওয়ানকে কর্তব্যরত একজন পুলিশ আধিকারিককে বেধড়ক ও নির্মমভাবে মারতে দেখা যায়। মাদ্রিসা নামে ভাওয়ালনগরের এক থানায় ঘটনাটি ঘটেছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের একটাই অপরাধ তিনি অভিযুক্ত এক সেনা জওয়ানের ভাইয়ের বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করেছিলেন।
#BREAKING Pakistan army soldiers beat up police officials in #Bahawalnagar after a dispute over illegal weapons recovery from one of the family members of a soldier. Reports of several police officials beaten & police stations attacked. Is the military in Pakistan above the law? pic.twitter.com/8moDrE656L
— Taha Siddiqui (@TahaSSiddiqui) April 10, 2024
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ৭-৮টি গাড়িতে চেপে থানায় হামলা চালাতে আসেন প্রায় ৪০-৫০ জন সেনা জওয়ান। এক পুলিশ আধিকারিকের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে থানার মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়েন সেনা জওয়ানরা। থানার মধ্যে হুলস্থুল বেঁধে যায়। থানার প্রধান আধিকারিককে হেনস্তা করার পর বাকি পুলিশ আধিকারিক ও কর্মীদের রাইফেলের বাট, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন সেনারা। পুলিশকর্মীরা জওয়ানদের মারে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন থানার মধ্যেই। পাকিস্তানে সেনার হাতে প্রচুর ক্ষমতা।
Disturbing news coming from Bhawalnagar (Punjab) after a conflict between Policemen of Madrissa Police station and Khaki Jawans during patrolling over recovery of a weapon from brother of Khaki Commando. It sadly led to violent reaction followed by attack on police station by… pic.twitter.com/6q8Xtn7GtD
— Rauf Klasra (@KlasraRauf) April 10, 2024
এমনকি পাক মসনদে কারা বসবে তাও নিয়ন্ত্রণ করে পাক সেনাবাহিনী ও পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। তাই সেখানে পুলিশকেই সেনার আক্রমণ করার বিষয়টি নিয়ে জনমানসে সেনার সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। অভিযুক্ত সেনা জওয়ানদের বিরুদ্ধে পুলিশ আধিকারিকদের বেধড়ক মারধর করার পাশাপাশি থানার লক আপের মধ্যে তালা দিয়ে রাখারও অভিযোগ উঠেছে। যদিও পাক পাঞ্জাব পুলিশ গোটা ঘটনাটিকে সামান্য বলে সাফাই গেয়েছে।
One fascist force against another
The man in the video alleges that aftr the police conducted an operation against the dacoit brothers of an army officer, 40-50 army men arrived at the pol station, confiscated DVRs & took officers into lockups & beat thempic.twitter.com/RszCvexsqi
— Justuju – جستجو (@justujuuu) April 10, 2024