বায়ুদূষণের কবলে পাকিস্তানের ১ কোটি ১০ লক্ষের বেশি শিশু: জাতিসংঘ
Over 11 million children in Pakistan exposed to air pollution: UN

Truth Of Bengal: বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে পাকিস্তানে। যার জেরে স্বাস্থ্যহানীর শিকার হতে পারে শিশুরা। এমনটাই মনে করছে জাতিসংঘ। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি আবদুল্লাহ ফাদিল সোমবার বায়ুদূষণ কমাতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি এবং বৃহত্তর প্রচেষ্টা চালাতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, পাঞ্জাবের বায়ুদূষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পাঁচ বছরের কম বয়সি এক কোটি ১০ লক্ষের বেশি শিশু ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, মহাকাশ থেকেও চোখে পড়ছে পাকিস্তানের মারাত্মক বায়ুদূষণ।
ফাদিল বলেন, আমি ছোট শিশুদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কেননা তারা বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে। বর্তমানের রেকর্ডভাঙা বায়ুদূষণের আগেও পাকিস্তানে ১২ শতাংশ পাঁচ বছরের কম বয়সের শিশুদের মৃত্যুর কারণ ছিল এই বায়ুদূষণ। গত মাসে পাঞ্জাবে বায়ুর মানকে বিপর্যয় বলে আখ্যা দেওয়া হয়েছে।
পাঞ্জাবের প্রধান শহরগুলিতে স্কুলগুলি ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তানের লাহোরের বায়ুদূষণ। বায়ুদূশষজনিত অসুস্থতায় এরই মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জন। ডনের প্রতিবেদনে বলা হয়, শহরটির বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে।