আন্তর্জাতিক

প্রয়াত হলেন সুজুকি কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি

Osamu Suzuki, the former chairman of Suzuki Company, has passed away

Truth Of Bengal : ৯৪ বছর বয়সে মারা গেলেন সুজুকি কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি। বড়দিনের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সুজুকি কর্পোরেশন হল বিশ্বের অন্যতম ছোট গাড়ি প্রস্তুতকারক সংস্থা। আর এর কৃতিত্ব দেওয়া হয়ে থালে ওসামু সুজুকিকেই।

তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩০ সালে ৩০ জানুয়ারি। জাপানের গেরোতে জন্ম নেন তিনি। এর পর সুজুকি মোটর কর্পোরেশনে যোগদান ১৯৫৮ সালে। সেই সময় তাঁর পদবি ছিল মাৎসুদা। তারপর তাঁর স্ত্রী যখন সুজুকি সংস্থায় যোগদান করে তখন তিনি তাঁর পদবী বদলে রাখেন সুজুকি। এর পর পাঁচ বছরের মধ্যে তিনি সুজুকি সংস্থার মাধ্যমে সফলতা লাভ করে। ১৯৬৩ সালে তিনি পরিচালক পদে উন্নীত হন। তারপর সময়ের সাথে অতিবাহিত হতে থাকে দিন।

দেড় দশক পর সুজুকি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে ওঠেন। এর পর তিনি সংস্থা ছাড়েন ২০০০ সালে, আর তারআগে দুবার তিনি সুজুকি সংস্থার প্রেসিডেন্ট পদে মনোনীত হন। সুজুকির সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিনের। প্রথমে আমেরিকা তারপর ইউরোপ এবং তারপর আটের দশকের দিকে প্রবেশ করে ভারতের বাজারে। ওসামু সুজুকি প্রয়াণে শোকাহত সুজুকি পরিবারের সকলে।

Related Articles