আন্তর্জাতিক

ওপার বাংলার বার্তায় মঙ্গলেও বন্ধ থাকছে মৈত্রী এক্সপ্রেস!

On the other side of Bengal, Maitri Express is also closed in Tuesday!

The Truth Of Bengal: কোটা সংস্কার আন্দলনে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের চাকা শেষ বার গড়িয়েছিল ১৬ জুলাই। কলকাতা বা ঢাকা কোথাও থেকে ছাড়া হয়নি মৈত্রী এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বার্তা পেয়ে মঙ্গলবারও এই এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ভারতীয় রেল জানিয়েছে, ৩০-এ জুলাই মঙ্গলবার থেকে কলকাতা ও ঢাকা দিয়ে মৈত্রী এক্সপ্রেস চলাচলের কথা ছিল, কিন্তু ওপার বাংলার রেলওয়ের থেকে বার্তা পেয়ে এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে দু’দেশের মধ্যে আবারো মৈত্রী এক্সপ্রেস চলবে তা নিয়ে কোনো কিছু জানান নি রেল। ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসের জন্য যে সব যাত্রী টিকিট কেটেছিলেন তাদের টাকা তারা ফেরত পাবেন, টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়ার জন্য কলকাতাতে বিশেষ এক টিকিট কাউন্টার খোলা হয়েছে। তবে কোনও যাত্রী যদি তাঁর টিকিট হারিয়ে ফেলে তাহলে সেই ব্যক্তি টিকিটের মূল্য ফেরত পাবেন না। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম-এর কাজের সময় তাঁদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে।

বহু মানুষ বহু কারণে ওপার বাংলা থেকে এপার বাংলা আবার এপার বাংলা থেকে ওপার বাংলাতে যাওয়া-আসা করেন। তাদের মধ্যে অনেকের কাছে বিমান ছাড়া মৈত্রী এক্সপ্রেস অন্যতম ভরসা।

 

Related Articles