বন্যা বিধ্বস্ত ফ্লোরিডায় আবারও ভারী বর্ষণের অশনি সঙ্কেত
Flood-ravaged Florida has yet another heavy rain signal

The Truth Of Bengal : কোথাও মেঘ আবার কোথাও বৃষ্টি। এই মেঘ বৃষ্টির লীলা খেলায় একেবারে নাজেহাল সাধারণ মানুষ। একদিকে যখন দেশের কয়েকটি এলাকা গরমে বিপর্যস্ত ঠিক তখনই আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্লোরিডা ভাসছে জলে। বুধবার ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্লোরিডায়। আর এই ভয়াবহ বন্যায় ফ্লোরিডা চলে গিয়েছিল জলের তলে। যানবাহন থেকে শুরু করে বহু প্রাণী ভেসে গিয়েছিল এই জলের তোড়ে। ভেসে যাওয়া গাড়ির মধ্যে আটকা পড়েছিল ফ্লোরিডা প্যান্থারদের এডমন্টন অয়েলার্স এর খেলোয়াড়রা। এডমন্টন অয়েলার্স এর বিরুদ্ধে কানাডায় স্ট্যানলি কাপ গেমস খেলার জন্য যাওয়ার পথে তাদের গাড়িটি বন্যার কবলে পড়ে। ফলে রাস্তাতেই দেরি হয় খেলোয়াড়দের।
প্রসঙ্গত, প্রতিবছর জুনে ফ্লোরিডাতে হারিকেন মরসুম চলে। এই মরসুম চলাকালীন সম্পূর্ণ মেক্সিকো উপসাগরে ঝড়ের সৃষ্টি হয়। তবে এবছর ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে তা বাকি অন্যান্য বছর গুলি কে অনায়াসে টেক্কা দিতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতা যেন দিন দিন আরো বেড়েই চলেছে ফ্লোরিডাতে।
ন্যাশনাল হারিকেন সেন্টার হল মার্কিন যুক্তরাষ্ট্রের NOAA বা ন্যাশনাল ওয়েদার সার্ভিস এর বিভাগ। এই হারিকেন সেন্টার সম্প্রতি একটি তথ্য জানিয়েছে। সেন্টারের মতে, আগামী কয়েকদিনের মধ্যে ফ্লোরিডাতে ভারী বর্ষণ হবে। ফ্লোরিডা যতই উন্নত হোক না কেন আগামী কয়েকদিনের মধ্যে সেই উপদ্বীপের কিছু অংশ ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হবে। আর এই তথ্যটি হারিকেন সেন্টার বুধবার তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে।
বুধবার ভারী বর্ষণের ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ব্রোওয়ার্ড কাউন্টির প্রধান ধমনী আন্তরাজ্য 95- এ দক্ষিণমুখী ট্রাফিকের পথ পরিবর্তন করা হয়েছে। ঠিকাদার সংস্থার কর্মীরা পাম্পের সাহায্যে জল নিষ্কাশনের কাজে লেগে পড়েছে। জল নিষ্কাশন না হওয়া পর্যন্ত আন্তঃরাজ্য পুনরায় খুলবে না এমনটাই জানা যাচ্ছে।
ইতিমধ্যেই মিয়ামি আবহাওয়া দফতর ভারী বর্ষণের ভয়াবহ সর্তকতা জারি করেছে। এই বন্যা চলাকালীন স্থানীয়দের রাস্তা থেকে সরে গিয়ে দূরে কোথাও উঁচু স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। ফোর্ট লডারডেল এবং হলিউডের মেয়ররা, বুধবার বিকেলে তাদের শহরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এরপর বুধবার, ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস ফ্লোরিডার আটলান্টিক উপকূলে কয়েকটি এলাকাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে এবার সূত্রের খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টিপাতের জন্য ইতিমধ্যেই নাকি প্রস্তুত ফ্লোরিডা।