আন্তর্জাতিক
Trending

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ গোলাবর্ষণ উত্তর কোরিয়ার, হামলার পাল্টা পদক্ষেপের সম্ভাবনা…

North Korea's fierce shelling in South Korea, the possibility of countermeasures to the attack

The Truth Of Bengal: দক্ষিণ কোরিয়ার ইয়েওনপিয়েওং দ্বীপে ভয়াবহ গোলাবর্ষণ করেছে উত্তর কোরিয়া। এই হামলার খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডের প্রবল নিন্দা জানিয়েছে সিউল। এমনকি একে ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলে জানাচ্ছে দেশটি। তবে এই হামলার পাল্টা পদক্ষেপ নিতে পারে দক্ষিণ কোরিয়া বলেই সূত্রের খবর।

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ গোলাবর্ষণ করেছে উত্তর কোরিয়া। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ইয়েওনপিয়েওং দ্বীপের দিকে ২০০টির বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। শুক্রবার এই হামলা চালিয়েছে দেশটি। আর এই খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই হামলার ফলে পিয়ংইয়ংয়কে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে সিওল। এই পরিস্থিতিতে ইয়েনপিয়ং ও বায়েংনিয়ং দুটি দ্বীপ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ায় গোলাবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। তবে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সিউল। একে ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলেছে তারা। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কয়েকদিন আগেই ট্যাঙ্কবাহিনী একটি মহড়া চালিয়েছিল। ফলে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ সেই মহড়ারই পালটা কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছে দেশটি। উল্লেখ্য, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া জোটের সঙ্গে চিন ও উত্তর কোরিয়ার সংঘাত বহু দিনের।

বিগত কয়েকদিনে যা আরও তীব্র হয়েছে। ফলে দুপক্ষের বিবাদে কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে কোরীয় উপদ্বীপ। এর মাঝে আগুনে ঘি ধালার মতো কাজ করেছে গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন নৌসেনার সাবমেরিনের প্রবেশ। এবং ওয়াশিংটন ও সিওলের যৌথ সামরিক মহড়া। ‘অস্তিত্ব সংকটে’র আশঙ্কায় আগেও বহুবার মিসাইল উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। এর পর গত ডিসেম্বর মাসে শত্রু দেশে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এমনকি যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার অন্যাধুনিক অস্ত্রও নাকি তৈরি করছে উত্তর কোরিয়া এমনটাই সূত্রের খবর।

Free Access

Related Articles