চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন
Nobel Prize in Medicine awarded to Victor Ambrose and Gary Ruvkun

Truth Of Bengal: শুরু হল নোবেল জয়ীর নাম ঘোষণা। সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল জয় করলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। এদিন মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকার জন্য ২০২৪ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুনকে। আমাদের ক্রোমোজোমের তথ্য আমাদের সমস্ত কোষের জন্য একটি নির্দেশিকা ম্যানুয়াল হিসাবে কাজ করে। যদিও প্রতিটি কোষে একই জিন থাকে, বিভিন্ন কোষের ধরন যেমন পেশী এবং স্নায়ু কোষের অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এটি জিন নিয়ন্ত্রণের মাধ্যমে ঘটে, যেখানে প্রতিটি কোষ তার প্রয়োজনীয় জিনগুলিকে সক্রিয় করে।
BREAKING NEWS
The 2024 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Victor Ambros and Gary Ruvkun for the discovery of microRNA and its role in post-transcriptional gene regulation. pic.twitter.com/rg3iuN6pgY— The Nobel Prize (@NobelPrize) October 7, 2024
ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন কৌতূহলী ছিলেন কিভাবে বিভিন্ন কোষের প্রকার গঠন করে। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার করেছে, ক্ষুদ্র আরএনএ অণু যা জিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের আবিষ্কার জিন নিয়ন্ত্রণে একটি নতুন ধারণা চালু করেছে, যা এখন মানুষ সহ বহুকোষী জীবের জন্য গুরুত্বপূর্ণ বলে পরিচিত।
‘নোবেল’ শুনলে শুরুতেই বাঙালীর মাথায় আসে প্রিয় রবি ঠাকুরের কথা। এই নোবেল পুরস্কার ঘোষণা চলবে আগত ১৪ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন বিভাগের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে এই দিনগুলির মাঝে। পুরস্কার বিজেতার নাম থেকে শুরু করে এ বিষয়ে সমস্ত কিছুই ‘নোবেল প্রাইজ’ নামক এক ওয়েবসাইটে সরাসরি প্রকাশিত হবে।
প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ঘোষণা শুরু হয় নোবেল বিজয়ীদের নাম। ‘নোবেল প্রাইজ’-এর তথ্যানুযায়ী, ৭ অক্টোবর সোমবার চিকিৎসাশাস্ত্রের নোবেল বিজয়ীর নাম ঘোষণা থেকে শুরু হবে নোবেল জয়ীদের নাম। এরপর চলতি মাসের ৮ তারিখ পদার্থবিদ্যা, ৯ তারিখ রসায়ন, ১০ তারিখ সাহিত্য, আর সবথেকে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম প্রকাশ হবে ১১-ই অক্টোবর। আর বিজয়ীর নাম ঘোষণার সব থেকে শেষ দিন তথা ১৪ অক্টোবর ঘোষিত হবে অর্থনীতিতে নোবেল জয়ীর নাম। নোবেল বিজেতার নাম নিশ্চিত করার আগে প্রতিবছর একটি ৩০০ জনের তালিকা তৈরি হয়। তারপর চলে বাছায়, তারপর ঘোষিত হয় বিজয়ীর নাম।
১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের করে যাওয়া উইল অনুযায়ী এই নোবেল পুরস্কার প্রচলন হয়। তবে প্রথম পুরস্কার ১৯০১ সালে দেওয়া শুরু হয়েছে। তখন বিশ্বের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রম প্রমুখের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হয়েছিল। ওই বিষয়গুলো হলো রসায়ন, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, সাহিত্য ও শান্তি। এর পর ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়াও শুরু হয়।