ভারতেই তৈরি হবে নতুন আইফোন, শুল্ক এড়াতে বড় সিদ্ধান্ত অ্যাপলের
New iPhone to be made in India, Apple's big decision to avoid tariffs

Truth Of Bengal: ভাবুন তো, আপনি যুক্তরাষ্ট্রে বসে নতুন একটি আইফোন কিনলেন, আর সেটি এসেছে একদম ভারতে তৈরি হয়ে! হ্যাঁ, অ্যাপল এবার সত্যিই সেই পথেই হাঁটছে।
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৪৫% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এত বিপুল খরচ অ্যাপলের মতো প্রতিষ্ঠানকেও ভাবিয়ে তুলেছে। ফলে চীনের ওপর নির্ভরতা কমিয়ে, অ্যাপল এখন ভারতের দিকে ঝুঁকছে।
সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলোর বড় অংশই ভারতে তৈরি হবে।
“আমরা আশা করছি, এই সময়ে বেশিরভাগ আইফোনই ভারতের তৈরি হবে,” বলেন কুক। তবে তিনি এটাও স্বীকার করেছেন, জুনের পর পরিস্থিতি কেমন হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।
অ্যাপল শুধু আইফোনই নয়, অন্যান্য ডিভাইস যেমন আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ আর এয়ারপডের উৎপাদনও চীন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে ভিয়েতনামে, যেখানে শুল্ক অনেক কম — মাত্র ১০%।
তবুও সব সমস্যার সমাধান হয়নি। অ্যাপল কেয়ার সার্ভিস ও কিছু এক্সেসরিজ এখনো চীন থেকেই আসে, ফলে সেইসব পণ্যে এখনো বিশাল শুল্ক দিতে হচ্ছে।
এই ঝুঁকি সামাল দিতে অ্যাপল ৯০০ মিলিয়ন ডলার বাড়তি খরচ ধরে নিয়েছে চলতি মাসের জন্য। যদিও অনেক বিশেষজ্ঞ আরও বেশি খরচ আশা করেছিলেন।
একই সঙ্গে, অ্যাপলের আয় বেড়েছে—এবারের মার্চ মাসের শেষে তাদের রাজস্ব দাঁড়িয়েছে ৯৫.৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি।
সব মিলিয়ে, ভারতের জন্য এটি এক বড় সুযোগ। শুধু স্থানীয় বাজার নয়, এখন গোটা বিশ্বের আইফোন গ্রাহকদের ফোনও তৈরি হবে ভারতেই—যা এক সময় ছিল শুধু কল্পনা!