আন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জের কথা কানেই তুললেন না নেতানিয়াহু! দামাস্কাসে হামলা ইজরায়েলের

Netanyahu ignored UN request! Israel attacks Damascus

Truth Of Bengal: এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে হামলা চালালো ইজরায়েল। গোলান মালভূমি সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল হয়েছে আগেই। সিরিয়ার বেশিরভাগ সামরিক পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। বিদ্রোহীদের হামলার জেরে দেশ ছেড়েছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাশিয়ায় রয়েছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে অনুরোধ করেছিলেন সিরিয়ায় হামলা বন্ধ করতে। কিন্তু, তাঁর কথাও কার্যত কানে তুললেন না নেতানিয়াহু। বরং হামলা আরও কয়েকগুণ বাড়িয়েছে ইজরায়েলি সেনা। এবার নিশানা করা হল সিরিয়ার রাজধানী দামাস্কাসকে।

গত রবিবার আসাদ সরকারকে উৎখাত করে দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র। তবে, যুদ্ধ এখনও চলছে।

সিরিয়ায় ক্ষমতার পালাবদলের পরেই নেতানিয়াহু সরকার জানিয়েছিল, সন্ত্রাস প্রতিরোধে একটি বাফার জোন তৈরি করা হবে। আর তা হবে সিরিয়ায়। সেই আবহে এবার দামাস্কাস দখলে নিল ইজরায়েল।

শুক্রবারের হামলায় দামাস্কাসের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিরিয়া সেনার চতুর্থ ডিভিশনের সদর দফতর ও রাডার স্টেশন ধ্বংস করে দিয়েছে ইজরায়েল।

Related Articles