দক্ষিণ ব্রাজিলে ভয়ঙ্কর বন্যায় মৃত প্রায় ৬০, গৃহহারা ৬৯ হাজের বেশি মানুষ
Nearly 60 killed, over 69,000 displaced as heavy rains batter southern Brazil

The Truth of Bengal: টানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিল। প্রবল বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ৫৫ জনের। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্যায় ডুবে গিয়েছে ব্রাজিলের দক্ষিণের শেষ রাজ্য রিয়ো গ্রান্দে দো সুল। সাম্প্রতিক বন্যা চাপিয়ে গিয়েছে ১৯৪১ সালের ভয়ঙ্কর বন্যাকেও। রিয়ো গ্রান্দে দো সুল ছাড়াও দক্ষিণাংশের কয়েকটি শহরে জলস্তর ১৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এখন ডুবে আছে বিস্তীর্ণ এলাকা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। ৬৮ জন বাসিন্দা এখনও নিখোঁজ। ভয়ঙ্কর বন্যায় ৬৯ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। তবে শুধু বন্যা নয়, সেই সঙ্গে রিয়ো গ্রান্দে দো সুল রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ের কারণে। টানা বৃষ্টিতে সান্তা মারিয়া নদীর জল বইছে বিপদসীমার ওপর দিয়ে। একাধিক নদীবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছে প্রশাসন। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মকাবিলা করছে প্রশাসন।
ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যে রিও গ্রান্ডে দো সুল পরিদর্শন করেন। উদ্ধারকাজে গতি বাড়াতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতির মুখপাত্র পাওলো পিমেন্তা বলেছেন, ক্ষতিগ্রস্ত রিয়ো গ্রান্দে দো সুল রাজ্য এবং শহর কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনও প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।
রবিবার পর্যন্ত রাজ্যের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পরিমাণ কমছে। ফলে নতুন করে আর বিপর্যয় বাড়ার আশঙ্কা নেই। শহরটির ভৌগলিক অবস্থানের কারণেই প্রায়ই বিপর্যয়ের মুখে পড়ে। কখনও প্রবল বৃষ্টি, আবার কখনও প্রবল খরার কবলে পড়ে। তবে সদ্য হওয়া বন্যা আগের সব রেকর্ড ভেঙে দিল। বিজ্ঞানীদের দাবি, বিশ্ব উষ্ণায়নেরও প্রবল প্রভাব পড়তে শুরু করেছে রিয়ো গ্রান্দে দো সুল রাজ্যে। যার প্রভাব দেখা যাচ্ছে।