আন্তর্জাতিক

ভুটানের ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্ল্যালপো’ সম্মান পেলেন নরেন্দ্র মোদি

Narendra Modi was awarded the 'Order of the Druk Gyalpo' of Bhutan

The Truth of Bengal: এবার ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভুটানের রাজা তাঁকে ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্ল্যালপো’ সম্মানে ভূষিত করলেন। দু’দিনের সফরে এই মুহূর্তে ভুটানে আছেন নরেন্দ্র মোদি। সম্মানিত হওয়ার পরে বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি। বলেন, ‘আজ আমার জীবনের খুব বড় দিন। আমাকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল। প্রতিটি পুরস্কারই বিশেষ। কিন্তু যখন অন্য দেশ থেকে পুরস্কার মেলে, তখন বোঝা যায় দুই দেশই সঠিক পথে চলেছে। প্রতিটি ভারতীয়র পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করছি। এর জন্য অনেক ধন্যবাদ।‘

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রধানমন্ত্রী মোদিকে ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্ল্যালপো’ সম্মান প্রদান করেন। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ১১৪তম জাতীয় দিবস উদযাপনের সময় ভুটানের রাজা এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। শুক্রবার প্রধানমন্ত্রী মোদি তাঁর দুই দিনের ভুটান সফরের সময় এই সম্মান গ্রহণ করলেন৷ এই নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মোদির দ্বিতীয়বার ভুটান সফর।

২০২০ সালে নরেন্দ্র মোদি আমেরিকার সশস্ত্র বাহিনীর পুরস্কার ‘লিজিয়ন অফ মেরিট’ পেয়েছিলেন এবং ২০১৯ সালে রাশিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু’ পুরস্কার প্রদান করেছিলেন। এবার ভুটানের রাজা ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্ল্যালপো’ সম্মান দিলেন নরেন্দ্র মোদিকে। এছাড়াও আরও দেশ থেকে সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রতিবেশী দেশ হিসেবে ভুটান বরাবরই ভারতের বন্ধু তালিকায় ওপরের দিকে আছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ মজবুত। ব্যবসায়িক দিক থেকেও অনেক কিছু আদানপ্রদান হয় দুই দেশের। এবার সেই ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Articles