ময়মনসিংহে ভিন্ন দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের সদস্য !

The Truth Of Bengal: ময়মনসিংহের সড়কে গত মঙ্গলবার চারটি পথ দুর্ঘটনা ঘটেছে। সেই চারটি দুর্ঘটনা মিলিয়ে মোট ৮ জনের প্রাণ গেছে। আর এবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৩ জনেই একই পরিবারের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল পথ দুর্ঘটনায় ময়মনসিংহ সদরে তিনজন, ত্রিশালে চারজন ও তারাকান্দায় একজন নিহত হন।
জানা গেছে, নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকার লুৎফর রহমান (৩০), তাঁর স্ত্রী শাহনাজ পারভীন (২৫) ও তাঁদের ২ বছরের শিশু মাহিন। নিহত দম্পতি ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পাশাপাশি, এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঈদের ছুটিতে মাহিন্দ্রায় করে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমানসহ একই পরিবারের চারজন।
গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ল্যাংড়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা টাঙ্গাইলগামী প্রান্তিক সুপার বাসের পেছনে ধাক্কা দেয় মাহিন্দ্রাটি। এতে ঘটনাস্থলেই ২ বছরের শিশু মাহিন মারা যায়। আহত হন লুৎফর রহমান ও তাঁর স্ত্রী শাহনাজ পারভীন, লুৎফর রহমানের ভাই মুজাহিদ। পথ দুর্ঘটনায় আক্রান্ত হলে স্থানীয়রা তড়িঘড়ি তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।