আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার

Myanmar shaken again by 5.5 magnitude earthquake

Truth Of Bengal: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রবিবার সকালে ফের ভূমিকম্প হয়েছে দেশটিতে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মায়ানমারের মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলোজিক্যাল সার্ভে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে অনুভূত হয় এ কম্পন। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) নীচে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির হিসাব এখনও জানা যায়নি।

মায়ানমারের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রবিবারের ভূমিকম্পটি ঘটেছে মান্দালায়ের ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায়, ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালে এবং রাজধানী নেপিডোর মাঝামাঝি কোথাও।

গত ২৮ মার্চ সকালে প্রথম বার ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমারের মাটি। তার পর থেকে অন্তত শ’খানেক বার ভূকম্প-পরবর্তী কম্পন হয়েছে সে দেশে। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ৩,৬৪৯ জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। ভেঙে পড়েছে বহু ভবন, রাস্তা, সেতু।

ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়ে। সেখানেও বহু মানুষের মৃত্যু হয়েছে। গত মাসের ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে মায়ানমারের জল উৎসব শুরু হয়, তবে দেশের সবচেয়ে প্রাণবন্ত এই উৎসব এবার মৃদু স্বরে পালিত হচ্ছে, কারণ এখনও সবাই সেই ভূমিকম্পের ট্র্যাজেডি ভুলতে পারেনি।

Related Articles