‘মুজিবকন্যার বিচার হবেই’, হাসিনার পাল্টা প্রতিক্রিয়া ইউনুসের
'Mujib's daughter will be tried', Yunus responds to Hasina

Truth Of Bengal: বাংলাদেশে গণবিপ্লবের নামে যে নারকীয় ঘটনা ঘটেছে, তাঁর বিচার হবে। সম্প্রতি, খুনিদের শাস্তি দিতে সেদেশে ফেরার বার্তা দেন শেখ হাসিনা। সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামি লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠান মুজিবকন্যা। এর পাল্টা দিল এবার সে দেশের অন্তর্বর্তী সরকার।
এনিয়ে ইউনুস সরকার জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত থেকে ফেরানো ও বিচারের আওতায় আনাই এখন তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষজ্ঞ মহলের মত, হাসিনার বার্তা বাঙালি ‘জাতিসত্তা’কে উস্কে দিয়েছে। আর তাতেই বিপদের আঁচ পাচ্ছে ইউনূস-জামাত শিবির।
উল্লেখ্য, ‘জুলাই বিপ্লবে’র পরে বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। তাঁদের প্রধান লক্ষ্যই হয়ে উঠেছে, শেখ মুজিবর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা। অর্থাৎ, বাঙালি জাতিসত্তায় আঘাত হানা। কিছুদিন আগেই, জামাত ও তৌহিদি জনতার মত মৌলবাদী সংগঠনগুলি মুজিবের ৩২ নং ধানমন্ডির বাড়ি ভাঙচুর করে। পরবর্তীকালে, সেই বাড়িটি ধ্বংস করে সেখানে ইসলামিক রাষ্ট্রের পতাকা ওড়ানো হয়।
প্রসঙ্গত, দেশে লাগাতার মূল্যবৃদ্ধি, আর্থিকক্ষেত্রে সংকট, আইনশৃঙ্খলাগত অবনতি দেখা গেলেও হাসিনাই সবচেয়ে চিন্তার কারণ ইউনুস সরকারের। এই কারণেই মূলত আওয়ামি লীগকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে তাঁরা।
ইউনুসের মিডিয়া উপদেষ্টা শফিকুল এ নিয়ে বলেন, “বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলিই সিদ্ধান্ত নেবে আওয়ামি লীগের অস্তিত্ব ভবিষ্যতে থাকবে কিনা।“ পাশাপাশি এও বলেন, “হত্যা, কোনও কিছু লুকানো ও অন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।“ সুতরাং, এর মাধ্যমে পাল্টা হাসিনাকে হুশিয়ারি দেন তিনি।
এদিন, ভারতের উপরও চাপবৃদ্ধির চেষ্টা দেখা যায় শফিকুলের বিবৃতিতে। তাঁর দাবি, “হাসিনার গণহত্যার রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এর ফলে ভারতের উপর হাসিনাকে প্রত্যাপর্ণের চাপ বাড়ছে।“