আন্তর্জাতিক

আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে মুজিবনগর

The Truth Of Bengal: মুজিবনগরের উন্নয়নের স্বার্থে আগেই বলা হয়েছিল আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। আর এবার সেটাই বাস্তবে পরিপূর্ণতা পেতে চলেছে। মেহেরপুরের মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন মন্ত্রী আকম মোজাম্মেল হক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্ত্রীর বক্তব্য, আগামী কয়েকদিনের মধ্যে একটি প্রস্তাব আনা হবে। এবং আগামী বছরের মধ্যেই এই স্থানটি রূপায়ণের কাজও শুরু হয়ে যাবে। বুধবার মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন।

উক্ত এই অনুষ্ঠানে অবশ্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন। শুধুমাত্র দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও যেন মুজিবনগর এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পায়, সেই নিয়েই তৎপর সরকার।

Related Articles