আন্তর্জাতিক

মোনালিসার ছবিতে স্যুপ ফেলে আন্দোলন জলবায়ু সংস্থার দুই কর্মীর   

Monalisa soup attack

The Truth of Bengal: একি কাণ্ড! লিওনার্দো দ্য ভিঞ্চির বিশ্ব বিখ্যাত শিল্পকর্ম মোনালিসার ছবিতে সুপ ফেলে আন্দোলন দেখালেন  ফুড রিপোস্টে নামে এক বেসরকারি পরিবেশ আন্দোলন সংস্থার দুই জন কর্মী। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের লুভ্যর মিউজিয়ামে। যদিও কাঁচের মধ্যে ঘেরা ছিল বিশ্ব বিখ্যাত এই চিত্রকর্ম। তাই ছবির কোন ক্ষতি হয়নি। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও তে দেখা যাচ্ছে দুই জন মহিলা হঠাৎ করেই ছবির সামনে থাকা একটি ব্যারিয়ার টপকে গ্লাসে করে মোনালিসার ছবিতে ছুড়ে মারে হলুদ রঙের কিছু তরল পদার্থ।

এবং চিৎকার করে শ্লোগান দিতে থাকে কৃষকরা ঠিক মত তাদের কাজের মজুরি পাচ্ছে না। শিল্প আগে নাকি স্বাস্থ্যকর খাবার আগে দরকার। পাশাপাশি তারা বলতে থাকে খাবার অপচয়ের দিক টাও নজর দেওয়ার প্রয়োজন আছে সরকারের। দিন দিন কৃষকদের মৃত্যুর হাড় ক্রমশ বেড়েই চলেছে বলেও জানান এই দুই পরিবেশ আন্দোলনকারী কর্মী। এই ঘটনার পর ছুটে আসে মিউজিয়ামের নিরাপত্তারক্ষীরা।

বিশ্ব বিখ্যাত ছবিকে ঢেকে দেওয়া হয় কালো কাপড় দিয়ে। এবং ওই দুই আন্দোলনকারীকেও মিউজিয়াম থেকে বের করে দেওয়া হয়। বহুদিন ধরেই ফ্রান্সে কৃষক বিক্ষোভ হতে দেখা যাচ্ছে। কখন রাস্তা আটকে বিক্ষোভ আবার কখন বিভিন্ন সরকারি অফিসের দরজায় বর্জ্য ফেলে রেখেও আন্দোলন চালায় কৃষকেরা। কৃষকদের দাবি তারা চাষ করেও সঠিক অর্থ পাচ্ছেনা সরকারের কাছ থেকে। ফরাসি সরকার কৃষকদের সুবিধা সংক্রান্ত নানা পদক্ষেপের কথা ঘোষণা করলেও কৃষক দল মোটেও তাতে সন্তুষ্ট নয়।

Related Articles