আন্তর্জাতিক

দুবাইয়ের সম্মেলনের মঞ্চেই বড় প্রস্তাব মোদীর      

Prime Minister Narendra Modi at the conference in Dubai

The Truth of Bengal: জলবায়ু ফ্রেমওয়ার্ক কনভেনশন এর ২৮তম কনফারেন্স অফ দ্যা পার্টিস , COP28 ৩০ নভেম্বর সম্মেলন শুরু হয়েছে। সমাবেসের আলোচনা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই দুবাইয়ের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মান প্রদান করে আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ বক্তৃতা দেওয়ার সম্মান দেওয়া হয়েছে। মঞ্চ থেকেই আগামী দিনে জলবায়ু সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। ভারতে সফল ভাবে শেষ হয়েছে জি20 শীর্ষ সম্মেলন। এবার জলবায়ু নিয়ে শীর্ষ সম্মেলনের প্রস্তাব রেখেছে ভারত। দুবাই তে শুরু হয়েছে  জলবায়ু ফ্রেম ওয়ার্ক কনভেনশন । এই সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জলবায়ু  সম্মেলন আয়োজনের বার্তা দিয়েছেন । Cop 28 দেশ গুলির কাছে প্রধান মন্ত্রীর আহবান যেভাবে ভারতে  জি20 সম্মেলন যে ভাবে শেষ হয়েছে , সেই একই রকম ভাবে জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করতে প্রস্তুত ভারত।

প্রধান মন্ত্রী ২০২৮ সালে ভারতে COP33 সামিট করার প্রস্তাব দিয়েছেন। এই মঞ্চের সদস্য দেশ গুলির কাছে ভারতের বার্তা পরিবেশ রক্ষার ক্ষেত্রে দেশ যেভাবে এগিয়ে চলেছে তা বিশ্ব দরবারে সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরবে ভারত। প্রধান মন্ত্রী তার  বক্তৃতায় বিশ্ব উষ্ণায়ন নিয়ে উষ্মা প্রকাশ করেন । বিশ্বের একাধিক দেশ যেভাবে ধ্বংসাত্মলীলা চালিয়ে যাচ্ছে তা উঠে আসছে প্রধানমন্ত্রী বক্তব্যে। এই বৈঠকে পরিবেশ গত ভাবে লোকসান ও ক্ষয়ক্ষতির তহবিল  পরিচালনা বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু করার সিদ্ধান্তকে ভারত দৃঢ়ভাবে সমর্থন করে।

গ্লোবাল সাউথ দীর্ঘদিন ধরে বন্যা, খরা এবং তাপ তরঙ্গ সহ দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত তহবিলের অভাব বোধ করে চলেছে। গ্লোবাল সাউথ বলতে সেসব দেশকে বোঝায় যেগুলোকে প্রায়ই উন্নয়নশীল, স্বল্পোন্নত বা অনুন্নত হিসেবে উল্লেখ করা হয়। উন্নয়নশীল দেশগুলিও দাবি করেছে যে এই দেশগুলিকে সাহায্য করা ধনী দেশগুলির দায়িত্ব, কারণ ঐতিহাসিকভাবে এই দেশগুলি পৃথিবীর উষ্ণতা কার্বন নির্গমনে সবচেয়ে বেশি অবদান রেখেছে। সম্প্রতি জি২০ শীর্ষ সম্মেলনের সফল ভাবে আয়োজন করেছিল এই ভারত। সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতি ছিল বিশেষ প্রশংসনীয়। এই সম্মেলনের সফল আয়োজনের পর এবার ভারত জলবায়ু নিয়ে শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব এখনও গ্রহণ করা হয়নি বলেও সূত্রের খবর।

Related Articles