রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন মোদি, ইউক্রেন নিয়ে ভারতের প্রশংসায় পুতিন
Modi received Russia's highest civilian honor

The Truth of Bengal : রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদেশের সম্পর্কের ভিত মজবুত করার ওপর জোর দিতে চান তিনি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। দুই রাষ্ট্রনেতাই ইউক্রেন সমস্যার সুরাহায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পক্ষে এগিয়ে আসতে চান।পুতিন ভারতের ভূমিকার প্রশংসাও করেন।এর মাঝে ভারতের মুকুটে যুক্ত হল নতুন পালক।
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্ল’-এ ভূষিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কয়েক বছর আগেই এই সম্মানের জন্য মোদিকে মনোনীত করা হয়েছিল। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য নরেন্দ্র মোদীর হাতে এই সম্মাননা তুলে দেন পুতিন। ভারতের কোনও রাষ্ট্রপ্রধান এই সর্বোচ্চ সম্মান পেলেন। বলা যায়,দীর্ঘদিন ধরে ভারত-রাশিয়া সুসম্পর্ক বজায় রেখে চলে। ঠান্ডা যুদ্ধের সময়ও দুদেশের সহযোগিতাবৃদ্ধির বিষয়টি লক্ষ্য করা যায়।
⚡️BREAKING
🇮🇳 🇷🇺 PUTIN PRESENTS MODI WITH ORDER OF ST ANDREW THE APOSTLE AT KREMLIN
पुतिन ने क्रेमलिन में मोदी को ऑर्डर ऑफ सेंट एंड्रयू द एपोस्टल से सम्मानित किया pic.twitter.com/RFgn3ZLi78
— Sputnik India (@Sputnik_India) July 9, 2024
এখন বহুশক্তির বিকাশের মাঝেও দুদেশ সম্পর্কের বাঁধন শক্তিশালী করতে এগিয়ে আসছে। তাই মোদি-পুতিন বৈঠক সহযোগিতার ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা কূটনীতিকদের। ইউক্রেন যুদ্ধের মাঝে এই অসামরিক সম্মান প্রদান নয়াদিল্লি-মস্কোর বোঝাপড়ার ভিতকে শক্তিশালী করবে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। পুতিনের হাত থেকে সম্মান নেওয়ার পর নরেন্দ্র মোদী বলেন, ‘‘১৪০ কোটি ভারতবাসীর জন্য এই সম্মান দু দেশের শতাব্দীপ্রাচীন সম্পর্কের সেতুবন্ধন করবে।’’ তারই ফলশ্রুতিতে এই শ্রেষ্ঠ সম্মান প্রদান আলাদা মাত্রা জোগাবে বলেও তিনি মনে করেন। গত ২৫ বছরের পুতিন জমানায় ভারত-রাশিয়া সম্পর্ক নতুন পথে এগিয়ে যাবে বলেও ভারতের প্রধানমন্ত্রী মনে করেন।