আন্তর্জাতিক

নাইজারের মালি সীমান্তবর্তী গ্রামে জঙ্গি হামলা, নিহত ২২

Militant attack on Mali border village in Niger, 22 killed

Bangla Jago Desk : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গিদের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে সোমবার এই ঘটনার কথা জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় টিলাবেরি অঞ্চলে মোটোগাটটা গ্রামে জঙ্গিরা অনেক বছর ধরেই সক্রিয়। গ্রামটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত। জানাগিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও আছে।

মোটোগাটটা গ্রামের নিকটবর্তী একটি এলাকার বাসিন্দারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, হামলাকারীরা স্থানীয় সময় বিকেল চারটার দিকে মোটরবাইকে করে এসে গ্রামটিতে হামলা চালায়। হামলাকারীরা গুলি চালিয়ে মানুষকে হত্যা করে।

নাইজারে বেশ কয়েক বছর ধরেই জঙ্গি দলগুলো সক্রিয়। প্রতিবেশী মালি, বুরকিনা ফাসো থেকে জঙ্গি হামলা চলে দেশটিতে। গত ২৬ জুলাই সামরিক নেতারা নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে উৎখাত করেন। গত ১৭ ডিসেম্বর অভ্যুত্থানকারী নেতা জেনারেল আবদোরাহমানে চিয়ানি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান। বিশৃঙ্খলা দমনে সেনাবাহিনী বেশ কয়েকটি সাফল্য দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

FREE ACCESS