সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক, কি বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার?
Meeting to bring the situation at the border under control, what message did the Indian High Commissioner give?

Truth Of Bengal: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করেও সীমান্তবর্তী এলাকায় বেঁধেছে গন্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। রবিবার বিকেলে প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় ধরে বৈঠক হয়। বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বার্তা দেন, বিএসএফ ও বিজিবি একসঙ্গে কাজ করবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, “আমি পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছি এবং অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার এবং চোরাচালান, অপরাধীদের চলাচল এবং মানব পাচারের মতো ঘটনাগুলি রুখতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের একটি চুক্তি হয়েছে। এই বিষয়ে বিএসএফ এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর মধ্যে আলোচনা চলছে। আমরা আশা করি চুক্তিটি বাস্তবায়িত হবে এবং অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদ্ধতি গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, একদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের একের পর এক অভিযোগ উঠে আসছে, অপরদিকে ভারতে বাংলাদেশী অনুপ্রবেশকারী পাকড়াও হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। কার্যত সেই সীমান্তগুলিতে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করে। এরপরেই বিজিবির সঙ্গে সংঘাত বাধে বিএসএফের। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই আবহে ভারতীয় হাই কমিশনার ও বাংলাদেশ পররাষ্ট্র সচিবের বৈঠক হয় রবিবার।