কানাডার নয়া প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন মার্ক কারনি
Mark Carney elected as Canada's new Prime Minister

Truth Of Bengal: অবশেষে কানাডা পেল নতুন প্রধানমন্ত্রী। নয়া প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন লিবারেল পার্টির নেতা মার্ক কারনি। উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। মার্ক কারনি ব্যাংক অব কানাডা ও ইংল্যাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন। আগামী কয়েক দিনের মধ্যেই কারনির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো।
প্রসঙ্গত, বর্তমানে আমেরিকার সঙ্গে ‘শুল্ক-যুদ্ধ’ চলছে কানাডার। প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েই প্রথম এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেছেন কারনি। কারনির মতে, “আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই কানাডাকে বিপর্যস্ত করতে চাইছেন ট্রাম্প। তবে, তাঁর এই উদ্দেশ্য সফল হতে দেব না আমরা। আমরা অন্য কোনও নির্ভরযোগ্য দেশের সঙ্গে বাণিজ্য করব।“ আমেরিকার বিপক্ষে প্রতিশোধের হুঙ্কার শোনা গিয়েছে কারনির মুখ থেকে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই মার্কিনী শুল্কনীতিতে বিরাট রদবদল আনেন ট্রাম্প। সেই মর্মে, কানাডার দুগ্ধজাত সামগ্রীতে ২৫০ শতাংশ শুল্ক চাপানোর আদেশ দেন তিনি। পাশাপাশি, কাঠজাত সামগ্রীর উপরেও কড়া শুল্ক চাপান তিনি। যা নিয়ে তীব্র চাপের মুখে বর্তমানে কানাডা। তবে ট্রাম্পের এই কড়া হুশিয়ারির পরেও দমানো যাচ্ছে না কারনিকে। যা থেকে স্পষ্ট আগামীদিনে আরও বড়সড় সমরে নামতে পারে এই দুই দেশ।