আন্তর্জাতিক

আফ্রিকায় নৌকাডুবির ঘটনায় মৃত্যু বহু মানুষের

Many people died in the boat sinking in Africa

The Truth of Bengal : আফ্রিকার পোকো নদীতে নৌকাডুবির ঘটনা। দুর্ঘটনায় অন্তত ৫৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়ছে বলে খবর। এই ঘটানয় এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাংগীতে এই ঘটনা ঘটে। প্রশাসনের প্রাথমিক অুমান অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল ওই নৌকা।

আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর রয়েছে। জানা যাচ্ছে, মোকোলো গ্রামের প্রাধানের শেষকৃত্য সম্পন্ন করতে একটি কাঠের ফেরিতে প্রায় তিনশো জন উঠে পড়েছিলেন। মাঝনদীতে প্রথমে ওই ফেরিতে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। কিছু সময় পরই উল্টে যায় ওই ফেরিটি। সাঁতার কেটে কিছু যাত্রী পাড়ে আসার চেষ্টা চালায়। তাদের মধ্যে অনেকেরই তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায় পোকো নদীতে। দ্রুত উদ্ধারকাজের জন্য সেখানে উপস্থিত হন, স্থানীয় থেকে শুরু করে মাঝি ও মতস্যজীবীরা।

বেশ কয়েকজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই ঘটনা ঘটার ৪০ মিনিট পর সেখানে গিয়ে উপস্থিত হয় উদ্ধারকারী দল। ইতিমধ্যেই নৌকাডুবির সেই ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্য আফ্রিকার সরকার। তবে উদ্ধারকাজে দেরী হওয়ার কারণ নিয়েও নাগরিক সমাজের তরফ থেকে উঠছে প্রশ্ন। দেশজুড়ে জাতীয় শোক পালনের দাবিও তুলেছে তারা। তবে এই দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন।

 

Related Articles