আন্তর্জাতিক

‘ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করার নেপথ্যে মনমোহনই’, শোকবার্তা বাইডেনের

'Manmohan is behind the strengthening of India-US relations', Biden's condolence

Truth Of Bengal: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ডঃ মনমোহন সিং-এর। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির রাস্তায় সাধারণ মানুষের ঢল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও এদিন ডঃ সিং-কে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। তিনি বলেন, মনমোহনের জন্যই আজ ভারত এবং আমেরিকার সম্পর্ক এতটা মজবুত।

শুধু রাজনৈতিক মহল নয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, ব্রিটেন, পর্তুগাল-সহ বিশ্বের নানা দেশও শোকবার্তা পাঠিয়েছে। সমবেদনা জানিয়েছিল আমেরিকাও। আজ মনমোহনের স্মৃতিচারণায় বাইডেন লেখেন, ‘জিল এবং আমি প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। আমরা এই সময় ভারতের মানুষের সঙ্গে রয়েছি। আজকে আমেরিকা ও ভারতের মধ্যে অভূতপূর্ব সহযোগিতার বন্ধন গড়ে উঠেছে। কিন্তু এই মজবুত সম্পর্ক মনমোহনের কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সাহসিকতা ছাড়া সম্ভব হত না।”

দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। তবে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন ডঃ মনমোহন সিং। শুক্রবার তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সনিয়া গান্ধী। পাশাপাশি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পৌঁছন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ডঃ মনমোহন সিং-এর।

Related Articles