অফবিটআন্তর্জাতিক

স্যান্ডউইচের দাম শুনে চক্ষুচড়কগাছ! তার চেয়ে কম দামে বিমানে টিকিট কেটে উড়ে গেলেন মিলানে

Man flew to Milan by buying a plane ticket at a lower price than the sandwich

The Truth Of Bengal: একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ইচ্ছে হল আজ ছুটির দিন তাই জমিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। অনেকেই আছেন যারা প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে বাদ দিয়ে ফেলেন সকালের জল খাবার খাওয়া। তাই ছুটি থাকলেই অনেকেই আছেন যারা প্ল্যান করেন আজ জমিয়ে ব্রেকফাস্ট করবেন সকালে। আর সকালে চোখ খুলেই যদি খুব ইচ্ছে করে স্যান্ডউইচ খেতে তাহলে কি করবেন? নিজের প্রেমিক বা প্রেমিকাকে সাথে নিয়ে শহরের বেস্ট স্যান্ডউইচ যেখানে পাওয়া যায় সেখানে বেরিয়ে পড়বেন তো? ঠিক সেটাই করেছিলেন ব্রিটেনের এক যুগল। এই যুগলের ইচ্ছে হয় সকালে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট খাবে তাও আবার চিজ আর স্যালাড দেওয়া স্যান্ডউইচ। কিন্তু লন্ডনের বাজারে এই স্যান্ডউইচ এর যা দাম তার থেকে ভালো বিমানে করে বাইরে গিয়ে কিছু খেয়ে আসা। এই পরিকল্পনা করে ব্রিটেনের সেই যুগল একদিনে বিমানে চড়ে মিলান গিয়ে সেখান থেকে স্যান্ডউইচ খেয়ে আবার দেশে ফিরে আসলেন।

কথায় আছে ‘উঠল বাই কটক যায়’। আর এই কথা একেবারে হাতেনাতে মিলে গেল এই যুগলের সঙ্গে। স্যান্ডউইচ এর দাম এবং এই খাদ্য বানাতে যে সময় খরচা হবে তার সবটা হিসেব করে এই যুগল তড়িঘড়ি বিমানের টিকিট কেটে বেড়িয়ে পড়েন মিলানের উদ্দেশ্যে। পুরোটাই গল্প মনে হলেও এটাই সত্যি। ইতিমধ্যেই এই ঘটনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। যা শুনে স্বাভাবিকভাবেই অবাক হচ্ছেন সাধারণ জনগণ। এই যুগলের নাম শ্যারণ সামার এবং তাঁর সঙ্গী ড্যান । শ্যারণ সামার বয়স ৪৯ বছর। তাঁদের প্ল্যান ছিল  ক্র্যানফিল্ড, বেডফোর্ডশায়ার থেকে যাবেন লন্ডনে। স্যান্ডউইচ খেলে তাঁদের খরচা হত ৩৫ থেকে ৪৫ পাউন্ড। তার উপর সময় লাগত দেড় ঘণ্টার মতো। এই খরচ দেখেই তারা চটজলদি সিদ্ধান্ত নেন ১৪ পাউন্ড খরচ করে বিমানের টিকিট কেটে উড়ে যাবেন মিলানে। ওই শহরে গিয়ে স্যান্ডউইচ খেয়ে আবার ফিরে আসেন তারা। ওই যুগল এও জানিয়েছেন বয়স বাড়ার আগে তারা এই ধরনের কাজ জীবনে আরও করতে চান।

Related Articles