আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম, ১৭তম রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরের শাসক

Malaysia's new king, Sultan Ibrahim,

The Truth Of Bengal: মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরের শাসক সুলতান ইব্রাহিম ইস্কান্দার। দেশটির চক্রাকার রাজব্যবস্থার অধীনেই বুধবার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেন ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম ইস্কান্দার।

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম। ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম ইস্কান্দার রাজপ্রাসাদ কার্যালয়ে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এসময় অন্যান্য রাজ্যের রাজা, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৫ বছর দায়িত্ব পালন করবেন নতুন রাজা। বুধবার ১৭তম রাজা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দেশটির জোহর রাজ্যের সুলতান ছিলেন নতুন এই রাজা। উল্লেখ্য, আল-সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এর পর নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পাঁচ বছর রাজা হিসেবে দায়িত্বপালনের পর নিজ রাজ্য পাহাংয়ের প্রধান হিসেবে ফেরেন আহমদ শাহ। নতুন রাজা সুলতান ইব্রাহিম তার স্পষ্টবাদিতার জন্য সুপরিচিত। তিনি প্রায়ই দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন।

সুলতান ইব্রাহিমের আবাসন থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যাপক ব্যবসা আছে। তার সংগ্রহে রয়েছে বহু বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক। তিনি প্রস্তাব করেন, মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রলিয়াম ন্যাশিওনাল ও দেশটির দুর্নীতি দমন সংস্থা সরাসরি রাজার কাছে প্রতিবেদনে পেশ করুক। তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে হাই স্পিড রেল সংযোগ প্রকল্প পুনরুজ্জীবনে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেছিলেন। তার এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ফেডারেল সংবিধানকে মেনেই সব ধরনের মতামত নিয়ে আলোচনা চালানো যায়। রাজার মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ মতোই চলার কথা। তবে ফেডারের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে তারও কিছু বিবেচনামূলক ক্ষমতা আছে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা বলে যাকে তিনি বিবেচনা করবেন তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার ক্ষমতা আছে তার। ইব্রাহিম অভিষেকের আগে সিঙ্গাপুরের এক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি একজন সক্রিয় রাজা হতে চান।

Free Access

Related Articles