আন্তর্জাতিক

‘যখন জেলে, পাশে পেয়েছিলাম মনমোহনকে, বিদায় বন্ধু’, স্মৃতিচারণায় মলয়াশিয়ার প্রধানমন্ত্রী

malaysia pm anwar ibrahim remembers friend manmohan singh

Truth Of Bengal:  ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। ‘কথা কম, কাজ বেশি’, বরাবার এই নীতিতে বিশ্বাস করতেন। জীবনযাপন ছিল অত্যন্ত সাদামাটা। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া দেশজুড়ে। আর এই আবহে তাঁকে নিয়ে অনেক অজানা কথা সামনে আসছে। তাঁর সরল জীবনশৈলীর কথা তুলে ধরছেন কেউ, কেউ আবার তাঁর উদার মানসিকতার কথা তুলে ধরছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মলয়াশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

নিজের এক্স হ্যান্ডেলে আনোয়ার লেখেন, “বন্ধু ডঃ মনমোহন সিংহের প্রয়াণের খবর পেয়ে মন ভারী হয়ে উঠেছে। মহান নেতাকে নিয়ে অজস্র লেখালেখি, বই নিশ্চয়ই রয়েছে, যেখানে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবে উদযাপন করা হচ্ছে তাঁকে। অন্যতম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের উত্থানের নেপথ্যে ছিল প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংহের অর্থনৈতিক জ্ঞান।”

মনমোহনকে কাছ থেকে দেখেছিলেন আনোয়ার। তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কের কিছু খুঁটিনাটিও তুলে ধরেন। জানান, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি যখন জেলে, সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন মনমোহন। তাঁর ছেলেমেয়েদের শিক্ষার খরচ বহন করবেন বলে জানান। মালয়েশিয়ার তৎকালীন সরকারের রোষে পড়বেন জেনেও তোয়াক্কা করেননি মনমোহন। আনোয়ার যদিও সাহায্য নিতে অস্বীকার করেন, কিন্তু এতেই মনমোহনের মানবিকতা, উদারতা বোঝা সম্ভব বলে মত তাঁর। তিনি লেখেন, ‘আমার খারাপ সময় প্রকৃত বন্ধুর মতোই আমার পাশে ছিলেন’। সবশেষে আনোয়ার লেখেন, ‘বিদায়, আমার মিত্র, আমার ভাই, মনমোহন’।

Related Articles