বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, ঘরছাড়া লক্ষাধিক মানুষ
Malaysia devastated by floods, millions of people homeless

Truth Of Bengal: মালয়েশিয়ায় ভয়ঙ্কর বন্যা। মৃত্যু হয়েছে ৩ জনের। ঘরছাড়া ১২২,০০০ এরও বেশি মানুষ। ভারী বৃষ্টিপাতের কারণে দুর্যোগ পোহাচ্ছে সাধারণ সেখানকার বাসিন্দারা। প্রবল বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি থাকায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আটকে পড়া লোকদের। উদ্ধারকার্যে সহায়তার জন্য হাজার হাজার জরুরি পরিষেবা কর্মী মোতায়েন করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, গাড়ি ও বাড়িগুলো ডুবে গেছে। একবুক জলে দাঁড়িয়ে রয়েছে মানুষ। সপ্তাহের শুরুতে শুরু হওয়া বন্যা বেশিরভাগই থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্টানে কেন্দ্রীভূত। সেখানে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বলছে, মোট সংখ্যার ৬৩% জনকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। দুর্যোগ সংস্থা ক্ষতিগ্রস্তদের জন্য ৬৭৯ টি জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। ২০১৪ সালে দেশের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সময়ের বাস্তুচ্যুতদের সংখ্যা ছাড়িয়ে গেছে এবারের বন্যায়।
এছাড়াও তেরেঙ্গানু, কেদাহ, নেগেরি সেম্বিলান, পার্লিস, সেলাঙ্গর, জোহর, মেলাকা এবং পেরাক আক্রান্ত। প্রধানমন্ত্রী দফতর থেকে জানান হয়, তেরেঙ্গানু এবং কেলান্তাননে দুর্যোগ মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলেও খবর।
অপরদিকে থাইল্যান্ডে, ছয়টি প্রদেশ বিপর্যস্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে বন্যার জেরে ২৪০,০০০এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।