আন্তর্জাতিক

আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, মৃত্যু হয়েছে ৫ জনের

Los Angeles engulfed in flames, 5 dead

Truth Of Bengal : প্রকৃতি যেন ধীরে ধীরে রুদ্র রূপে পরিণত হচ্ছে। বছরের শুরুতেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে এক একটি দেশ। সম্প্রতি তিব্বত হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেছে ১০০ এর বেশি মানুষ, আর এবার দাবানলের আগুনে পুড়ে ছারখার আমেরিকার লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস আমেরিকার শিল্প বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অন্যতম হিসেবে পরিচিত। আর সেই প্রদেশ দাবানলের জেরে এখন ব্যাপক ক্ষতির মুখে। প্রথমে লোকালয় থেকে একটু দূরে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠলেও পরে আগুন ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে।

ইতিমধ্যেই এই ভয়াবহ দাবানলের জেরে প্রাণ হারিয়েছেন ৫ জন। প্রায় ১৩ হাজারেরও বেশি ভবন ক্ষতির মুখে। এই ভয়াবহ দাবানল থাবা বসিয়েছে ২৯০০ একরের বেশি এলাকা জুড়ে। বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে নিয়ে আসা হয়েছে গতকালই। দেশটির সর্বত্র জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সূত্রের খবর, পাহাড়ি এলাকা থেকে এই আগুন ছড়িয়ে পড়ছে শহুরে এলাকাতে। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষদের সরানোর কাজ চলছে। সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরো ৪ জায়গায় আলাদাভাবে দাবানলে সৃষ্টি হয়েছে যে কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গতকাল অর্থাৎ বুধবার ৫ জনের  মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত এর সংখ্যাও বহু। উদ্ধার কাজে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছে দমকলকর্মী ও উদ্ধারকারী কর্মীরা। আগুনের কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু এবং বয়স্করাও। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে এখনো পর্যন্ত ৭০,০০০ বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে।

সূত্রের খবর এই ভয়াবহ পরিস্থিতির জেরে ইটালি সফর বাতিল করে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে তিনি পুলিশ দমকল বাহিনী এবং উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন ও কথাও বলেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন এমনকি নজরেও রেখেছেন তিনি।

Related Articles