বাংলার মহিলাদের সাথে রাত দখল অভিযানে সামিল লন্ডন-আটলান্টা
London-Atlanta participates in night occupation campaign with women of Bengal

Truth Of Bengal : সম্প্রতি “মেয়েরা রাত দখল করো” লেখা যুক্ত একটি কর্মসূচীর পোস্টার সোশাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে। ওই কর্মসূচী শুরুর সময় ছিল বুধবার রাত ১১.৫৯ নাগাদ। কলকাতার আর.জি.কর. মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণীর হত্যা হয়, এই মর্মান্তিক ঘটনার বিচার চেয়ে এই কর্মসূচীর ডাক দেয় মহিলা মহল।
তিলোত্তমার বুকের উপর তিলোত্তমার হত্যা! এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার বিচার চায়ে স্বাধীনতা দিবসের আগের রাতে সরব হল লন্ডন। প্রতিবাদীরা ওখানকার স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ তরুণীর সুবিচারের দাবিতে হান্সলো হাই স্ট্রিটের ট্রিনিটি কলেজে একত্র হন। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টাতেও ওই একই ছবি দেখা দিয়েছে। সেই প্রতিবাদের সভায় অংশ নিয়েছিল প্রায় ১০০ জন প্রতিবাদী।
উল্লেখ্য, কলকাতা আর.জি.কর. হাসপাতালের তিলোত্তমা হত্যা কাণ্ডের মর্মান্তিক ঘটনার প্রতিবাদের আগুন জ্বলেছে বহু মানুষের মনে, তার জেরে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রমুখের মধ্য দিয়ে ১৪ আগস্ট রাত ১১.৫৯ নাগাদ মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচীর ডাক দেওয়া হয়। মহিলাদের সাথে একাধিক পুরুষও ওই অভিযানে নেমে পড়েন। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এই অভিজান চলে।
“অত রাতে মেয়েটির একা থাকা ঠিক হয়নি।” আর.জি.করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি একথা বলেছিলেন আর তার জেরেই এই শোরগোল। অনেকের দাবি, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে নারীদের এই ‘রাত দখল’ অভিযান। প্রশ্ন গুলির মধ্যে রয়েছে, রাতে বিচরণ করার অধিকার কী শুধু পুরুষের? ২০২৪-এ এসেও নারীরা প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে নির্দ্ধিধায়-নিশ্চিন্তায় পথেঘাটে বেরতে পারে না, কিন্তু কেন এমন অবিচার?