আন্তর্জাতিকদেশ

প্রকৃতির চোখ রাঙানি! বিপদে কলকাতা!

kolkata under the water

The Truth of Bengal: সমুদ্রের জলস্তরের উচ্চতা ক্রমশ বাড়ছে। গত ১০-১৫ বছরে  জলের উচ্চতা বেড়েছে দশমিক চার মিটার। যে হারে জলস্তর বাড়ছে তা চলতে থাকলে আগামী দু তিন বছরের মধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়  নেমে আসতে পারে বিপর্যয়। ডুবে যাওয়ার আশঙ্কা সাগরদ্বীপ কাকদ্বীপের মত এলাকা।

.আগামী তিন চার বছরে তলিয়ে যাবে সুন্দরবনের বড় অংশ

.অস্তিত্ব হারাবে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ

.ক্রমশ জলস্তর বাড়ছে সমুদ্রের

.গভীর সংকটে কলকাতার ভবিষ্যৎ

.আগামী ১০ বছরের মধ্যে জলের তলায় খিদিরপুর

সমুদ্র ক্রমশ ভূমি-ভাগের দিকে এগিয়ে আসছে। নাসার রিপোর্টে সেই অশনি সংকেত। ভূ-বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী 10 থেকে 12 বছরের মধ্যে ৭০ কিমি পর্যন্ত এগিয়ে আসতে পারে সমুদ্র।

.ভূ-বিজ্ঞানীদের রিপোর্টে অশনি সংকেত

.নাসার রিপোর্ট ঘিরে আশঙ্কিত মানুষ

.সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে ভূ-ভাগের দিকে

.দশ বছরে 70 কিমি এগিয়ে আসতে পারে

.তখন জলের তলায় যাবে বিস্তীর্ণ অঞ্চল

পলি জমতে জমতে নাব্যতা কমছে বিভিন্ন নদীর। ভাগীরথী, হুগলি, মুড়িগঙ্গা শক্তি হারিয়েছে পলির ভারে। আলগা হচ্ছে কলকাতার মাটির তলা। বন্ধ হয়ে যাচ্ছে মাটির তলদেশের জলপ্রবাহ। এমন আশংকার মাঝে  আশার আলো রাজ্য সরকারের ভূমিকা। সতর্ক প্রশাসনের একাধিক পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে গাছ লাগানো। আরও অনেক পদক্ষেপ করছে সরকার। সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হাবে তবেই রোখা যাবে আসন্ন বিপদ। বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি সচেতন না হওয়া যায় বিপদ দোড়গোড়ায়।

Free Access

Related Articles