আন্তর্জাতিক

জানেন বিশ্বের সবচেয়ে দামি শহর কোনটি? কোন শহরটিই বা সবচেয়ে সস্তা

Know which is the most expensive city in the world or which city is the cheapest

The Truth Of Bengal: জানেন বিশ্বের সবচেয়ে দামি শহরের নাম কী? বা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা শহর কোনটি? সম্প্রতি সামনে এসেছে “কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ এর রিপোর্ট। আর্থিক সমীক্ষা সংস্থা মারসর প্রকাশ করেছে এই রিপোর্ট। ২০০টি প্রয়োজনীয় পণ্যের দাম-সহ চারটি মাপকাঠি ছিল সমীক্ষকদের হাতে। সেই সঙ্গে বিচার করা হয় মানুষের গড় আয়। প্রবাসী হিসাবে জীবনধারণের জন্য এক জন ব্যক্তিকে সেইসব শহরে জীবন ধারণের জন্য কত খরচ করতে হয় তা উঠে আসে সমীক্ষায়।

সবচেয়ে বেশি বা কম অর্থ খরচ করতে হয় ওই শহরে। এই সমীক্ষায় যে রিপোর্ট উঠে এসেছে তাতে করে বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসাবে চিহ্নিত হয়েছে চিনা ভূখণ্ডের ‘স্বশাসিত’ হংকং। খরচবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর। এই তালিকায় তৃতীয় স্থানে ইউরোপের সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখ। অন্যদিকে বিশ্বের সবচেয়ে সস্তা শহরে তকমা পেয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের বর্তমান যে আর্থিক সঙ্কট তার প্রভাব প্রতিফলিত হয়েছে এই সমীক্ষায়। তাদের বর্তমান যা হারির হাল তা ফুটে উঠেছে। বিশ্বের ২২৬ টি শহরে এই সমীক্ষা চালায় সংস্থাটি।

এই ২২৬ টি শহরের মধ্যে রয়েছে ভারতের একাধিক বড় বড় মেগাসিটি। সমীক্ষা চলে মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই সহ ভারতের একাধিক শহরেও। এই সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে দামি শহর হল মুম্বই। বিশ্বের ২২৬টি শহরের তালিকায় ১৩৬ নম্বরে মহারাষ্ট্রের রাজধানীর স্থান । তার পরে দেশের রাজধানী শহর দিল্লি। তালিকায় ১৬৫ নম্বরে রয়েছে রাজধানী। এই তালিকায় ১৯৯ নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতের শহর চেন্নাই। ২০৫ নম্বর রয়েছে পুনে এবং ১৯৫ নম্বরে বেঙ্গালুরু। হায়দ্রাবাদ ২০২ নম্বরে। বাংলার রাজধানী কলকাতা ভারতের মধ্যে অন্যতম সস্তা শহর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের ২২৬টি শহরের মধ্যে বাংলার রাজধানীর স্থান ২০৭ নম্বরে।