আন্তর্জাতিক

কানাডায় অব্যাহত খলিস্তানি তাণ্ডব! ফের হামলা মন্দির ও গুরুদ্বারে

Khalistani violence continues in Canada! Temples and Gurudwaras attacked again

Truth Of Bengal: কানাডায় নতুন সরকার এলেও বন্ধ হয়নি খলিস্তানপন্থীদের হামলা। আবারও হিন্দু মন্দির ও শিখ গুরুদ্বারে তাণ্ডব চালিয়েছে তারা। সম্প্রতি সারের লক্ষ্মী নারায়ণ মন্দির এবং ভ্যাঙ্কুভারের রস স্ট্রিট গুরুদ্বারায় হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনি চলতি মাসেই স্বামীনারায়ণ মন্দিরে গিয়ে পুজো দেন। তার কদিন পরেই লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলা হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মন্দিরের দরজা ও দেয়ালে কালো কালি ছিটিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট লেখা— ‘খলিস্তান’।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্স হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, “আর চুপ করে থাকা চলবে না। এই নোংরামির বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে।” এদিকে গুরুদ্বারাও রেহাই পেল না। রস স্ট্রিট গুরুদ্বারের গায়েও দেখা গেছে খলিস্তানি স্লোগান। গুরুদ্বারার রক্ষণাবেক্ষণকারী খালসা দিওয়ান সোসাইটির মতে, এই ধরনের কাজ শুধুই আতঙ্ক ছড়ানোর চেষ্টা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এখনও পর্যন্ত কানাডা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে কানাডার এক হিন্দু মন্দিরে খলিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল। ভক্তদের মারধর করেছিল, মন্দির চত্বরে ছড়িয়ে দিয়েছিল হলুদ খলিস্তানি পতাকা।

তখনও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছিল। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানান। সরকার বদলেছে, কিন্তু খলিস্তানিদের দাপট এখনও আগের মতোই চলছে—এটাই এখন কানাডার হিন্দু ও শিখদের দুশ্চিন্তার বড় কারণ।

Related Articles