আন্তর্জাতিক

সরকারে বসে দল গঠন নয়! তোপ খালেদার বিএনপির

Khaleda slams BNP for not forming party in government

Truth Of Bengal: নয়া রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। তবে, বেশকিছু শর্ত রয়েছে। সরকারে আসীন হয়ে, সকল সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন চলবে না। এমনটাই হুশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল। তাঁদের নিশানায় যে বৈষম্যবিরোধী ছাত্রদের দিকে তা বোঝা যাচ্ছে। তার কারণ, আর মাত্র কিছুদিনের মধ্যেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে নতুন রাজনৈতিক দলের।

বাংলাদেশে এই নতুন রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি গতবছর জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। তবে, রাজনৈতিক দল গঠন হওয়ার পরেই তিনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানান, “সরকারে বসে সবধরণের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না।“ আরও জানান, “পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে আগ্রহী। মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন করাতে আগ্রহী কি না!”

অন্যদিকে, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনায় বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্রদলের সংঘর্ষে উত্তপ্ত থাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচী নিষিদ্ধ করেছে কতৃপক্ষ। পাশাপাশি বৈষম্যবিরোধীদের মধ্যেই ভাঙনের জল্পনা উঠে আসছে। তা উস্কে দিয়ে এই আন্দোলনের কয়েকজন নয়া ছাত্র সংগঠনের ঘোষণাও করেছেন।

Related Articles