আন্তর্জাতিক

ইস্তফা দিতে চলেছেন জাস্টিন ট্রুডো, কানাডায় বাড়ছে রাজনৈতিক টালবাহানা 

Justin Trudeau is going to resign, political turmoil is increasing in Canada

Truth Of Bengal : বেশ কয়েকমাস ধরেই চাপে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দলের অভ্যন্তর থেকেই পদত্যাগের দাবি উঠছিল। কার্যত এবার সিদ্ধান্ত নিয়েই নিলেন ট্রুডো। চলতি সপ্তাহেই দলীয় প্রধান হিসেবে ইস্তফা দিতে পারেন তিনি। এমনকি সোমবারই এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী। তবে এরপরে প্রধানমন্ত্রী পদে থাকবেন কিনা ট্রুডো সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, বুধবার লিবারাল পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বুধবারের আগেই সিদ্ধান্ত জানাবেন জাস্টিন ট্রুডো। দলের অভ্যন্তরীণ চাপের কারণেই দলীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছেন তিনি। ২০১৩ সাল থেকে লিবারাল পার্টির প্রধান ছিলেন ট্রুডো। তবে ২০২২ নাগাদ ট্রুডোর আন্তর্জাতিক নীতি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় দেশের অভ্যন্তরে। ২০২৩ সালের নির্বাচনী সমীক্ষায় দেখা যায়, দেশের বাসিন্দারা পছন্দ করছেন না তাঁকে।

অপরদিকে বছরের প্রথম দিকেই নির্বাচন হতে পারে কানাডায়। আগামী চার বছরের জন্য সরকার গঠিত হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে আগামী নির্বাচনে কনজারভেটিভ দল ক্ষমতায় আসতে চলেছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

প্রসঙ্গত, কিছুদিন আগে পদত্যাগ করেন কানাডার উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। মন্ত্রিসভায় রদবদল করেন ট্রুডো। এরপরেই পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি। দলের বাইরের পাশাপাশি অভ্যন্তরীণ চাপের কারণে দলীয় প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাস্টিন ট্রুডো।

Related Articles